জমানো টাকা নিরাপদ থাকবে ব্যাঙ্কের লকারে? কিন্তু লকারে ক্যাশ রাখা কি বৈধ ? বেআইনি নয় তো ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সংশোধিত চুক্তি অনুযায়ী ব্যাঙ্কের লকার শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক—এই ব্যাঙ্কের ওয়েবসাইটে বলা হয়েছে, কোনও দ্রব্য সংরক্ষণের জন্য বায়ু নিরোধক প্লাস্টিকের ব্যাগ বা পাউচগুলি বা কাগজের মতো উপাদান ব্যবহার করা যেতে পারে৷ অলঙ্কার বা ধাতব জিনিস সংরক্ষণের জন্য ধাতু বা প্লাস্টিকে বাক্স রাখা যাবে যা লকারের মাপ অনুযায়ী হবে। কাগজের নথি ল্যামিনেট করে রাখা যেতে পারে দীর্ঘায়ুর জন্য। তবে এসব কোনও কিছুই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেবেন না, সবই ব্যক্তিগত ।
advertisement
advertisement
ব্যাঙ্কের দায়—ব্যাঙ্কের নিজস্ব ত্রুটি, অবহেলা, বা কর্মচারীদের দ্বারা কোনও প্রতারণা বা কমিশন হলে ব্যাঙ্কের দায়। সেক্ষেত্রে বর্তমান বার্ষিক ভাড়ার একশো গুণের সমান জরিমানা দেবেন কর্তৃপক্ষ। অর্থাৎ, বছরে লকার ভাড়া দু’হাজার টাকা হলে ২,০০,০০০ টাকা দিতে হবে।
SBI জানিয়েছে, ব্যাঙ্কের নিজস্ব ত্রুটি, অবহেলা এবং কোনও ভুল/কমিশনের কারণে আগুন লাগা, চুরি, ডাকাতি, বাড়ি ভেঙে পড়ার মতো ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার দায়িত্ব ব্যাঙ্কের।