রুপোয় বিনিয়োগ করলে কি বিপদের দিনে কাজে আসবে ? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত!

Last Updated:
বিশেষজ্ঞদের মতে, রুপো যেহেতু মূল্যবান ধাতু, তাই তা বিনিয়োগের দারুন মাধ্যম হতে পারে। কিছু বিষয় মাথায় রাখলেই রুপোয় বিনিয়োগে দারুন লাভবান হওয়া যেতে পারে।
1/10
সুদের হার বাড়ছে। একে একে তালা পড়ছে বিভিন্ন ব্যাঙ্কে। মন্দার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আরও একবার নিজেদের বিনিয়োগ পুনর্বিবেচনা করে দেখা আবশ্যক।
সুদের হার বাড়ছে। একে একে তালা পড়ছে বিভিন্ন ব্যাঙ্কে। মন্দার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আরও একবার নিজেদের বিনিয়োগ পুনর্বিবেচনা করে দেখা আবশ্যক।
advertisement
2/10
এই কঠিন সময়ে বহু বিনিয়োগকারীই মূল্যবান ধাতুর উপরই ভরসা রাখছেন। আর মূল্যবান ধাতুর প্রসঙ্গ উঠলে প্রথমে সোনা আর রুপোর কথাই মাথায় আসে। মুদ্রাস্ফীতির বিপরীতে সোনা আর রুপো বিনিয়োগের দারুণ মাধ্যম হতে পারে।
এই কঠিন সময়ে বহু বিনিয়োগকারীই মূল্যবান ধাতুর উপরই ভরসা রাখছেন। আর মূল্যবান ধাতুর প্রসঙ্গ উঠলে প্রথমে সোনা আর রুপোর কথাই মাথায় আসে। মুদ্রাস্ফীতির বিপরীতে সোনা আর রুপো বিনিয়োগের দারুণ মাধ্যম হতে পারে।
advertisement
3/10
আসলে এটা স্টক কিংবা বন্ডের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে পারে। সোনায় বিনিয়োগ তো আদর্শ, কিন্তু রুপোয় বিনিয়োগ করে কতটা লাভবান হওয়া যায়? এই প্রসঙ্গেই বিশেষজ্ঞদের মতামত জেনে নেওয়া যাক।
আসলে এটা স্টক কিংবা বন্ডের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে পারে। সোনায় বিনিয়োগ তো আদর্শ, কিন্তু রুপোয় বিনিয়োগ করে কতটা লাভবান হওয়া যায়? এই প্রসঙ্গেই বিশেষজ্ঞদের মতামত জেনে নেওয়া যাক।
advertisement
4/10
বিশেষজ্ঞদের মতে, রুপো যেহেতু মূল্যবান ধাতু, তাই তা বিনিয়োগের দারুন মাধ্যম হতে পারে। কিছু বিষয় মাথায় রাখলেই রুপোয় বিনিয়োগে দারুন লাভবান হওয়া যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রুপো যেহেতু মূল্যবান ধাতু, তাই তা বিনিয়োগের দারুন মাধ্যম হতে পারে। কিছু বিষয় মাথায় রাখলেই রুপোয় বিনিয়োগে দারুন লাভবান হওয়া যেতে পারে।
advertisement
5/10
দীর্ঘ মেয়াদে আর্থিক উন্নতি: রুপোর অন্তহীন ব্যবহার রয়েছে। যা অনেকেই জানেন না। রিস্ক রিওয়ার্ড রিটার্নের সিইও শঙ্কর শর্মা জানাচ্ছেন যে, রুপো শুধু মূল্যবান ধাতুই নয়, এটা শিল্পক্ষেত্রে ব্যবহৃত ধাতুও বটে। মেডিকেল ক্ষেত্র থেকে শুরু করে সোলার প্যানেল, ব্যাটারি, নিউক্লিয়ার রিয়্যাক্টর, সেমিকন্ডাক্টর, টাচ স্ক্রিনের জন্যও ব্যবহার করা হয় রুপো।
দীর্ঘ মেয়াদে আর্থিক উন্নতি: রুপোর অন্তহীন ব্যবহার রয়েছে। যা অনেকেই জানেন না। রিস্ক রিওয়ার্ড রিটার্নের সিইও শঙ্কর শর্মা জানাচ্ছেন যে, রুপো শুধু মূল্যবান ধাতুই নয়, এটা শিল্পক্ষেত্রে ব্যবহৃত ধাতুও বটে। মেডিকেল ক্ষেত্র থেকে শুরু করে সোলার প্যানেল, ব্যাটারি, নিউক্লিয়ার রিয়্যাক্টর, সেমিকন্ডাক্টর, টাচ স্ক্রিনের জন্যও ব্যবহার করা হয় রুপো।
advertisement
6/10
ইলেকট্রিক যানবাহনেও এর ব্যবহার রয়েছে। তাই রুপোয় বিনিয়োগ দুর্দান্ত হতে পারে বলে জানাচ্ছেন তিনি। শঙ্কর শর্মা বলেন, যে সব বিনিয়োগকারী ধৈর্য রেখে রুপো দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন, তাঁরা রুপোয় বিনিয়োগ করতে পারেন।
ইলেকট্রিক যানবাহনেও এর ব্যবহার রয়েছে। তাই রুপোয় বিনিয়োগ দুর্দান্ত হতে পারে বলে জানাচ্ছেন তিনি। শঙ্কর শর্মা বলেন, যে সব বিনিয়োগকারী ধৈর্য রেখে রুপো দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন, তাঁরা রুপোয় বিনিয়োগ করতে পারেন।
advertisement
7/10
ঝুঁকি এবং অস্থিরতা: রুপো সাধারণত নিরাপদ বিনিয়োগ। সোনার তুলনায় এর মূল্য কমতে পারে। এর মধ্যে অস্থির প্রবণতাও দেখা যায়। তবে ধৈর্য ধরে অপেক্ষা করলে এই অস্থির প্রবণতার মতো সমস্যাকে দূর করা সম্ভব। এআরকে সিলভার গোল্ড অসনিয়ামের মালিক আয়ান ইভরার্ড জানান যে, এক বছরে যে পরিমাণ রুপো উৎপাদন হয়, তার মূল্য বর্তমানে প্রায় ২০ বিলিয়ন ডলার।
ঝুঁকি এবং অস্থিরতা: রুপো সাধারণত নিরাপদ বিনিয়োগ। সোনার তুলনায় এর মূল্য কমতে পারে। এর মধ্যে অস্থির প্রবণতাও দেখা যায়। তবে ধৈর্য ধরে অপেক্ষা করলে এই অস্থির প্রবণতার মতো সমস্যাকে দূর করা সম্ভব। এআরকে সিলভার গোল্ড অসনিয়ামের মালিক আয়ান ইভরার্ড জানান যে, এক বছরে যে পরিমাণ রুপো উৎপাদন হয়, তার মূল্য বর্তমানে প্রায় ২০ বিলিয়ন ডলার।
advertisement
8/10
বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও: স্টকের মতো ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগকে বৈচিত্রময় করার জন্য রুপোয় বিনিয়োগ দুর্দান্ত হতে পারে। ইন্ডাভর মেটালস-এর ম্যানেজার নিক গণেশ জানান যে, মুদ্রাস্ফীতি কিংবা আর্থিক অস্থিরতার সময়ে বিনিয়োগে বৈচিত্র্য আনার জন্য রুপোয় বিনিয়োগ আদর্শ হতে পারে।
বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও: স্টকের মতো ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগকে বৈচিত্রময় করার জন্য রুপোয় বিনিয়োগ দুর্দান্ত হতে পারে। ইন্ডাভর মেটালস-এর ম্যানেজার নিক গণেশ জানান যে, মুদ্রাস্ফীতি কিংবা আর্থিক অস্থিরতার সময়ে বিনিয়োগে বৈচিত্র্য আনার জন্য রুপোয় বিনিয়োগ আদর্শ হতে পারে।
advertisement
9/10
কখন রুপোয় বিনিয়োগ করা উচিত নয়? এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন, সেটাই দেখে নেওয়া যাক:
কখন রুপোয় বিনিয়োগ করা উচিত নয়? এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন, সেটাই দেখে নেওয়া যাক:
advertisement
10/10
১. যাঁরা ঝুঁকিবিহীন বিনিয়োগের মাধ্যম খুঁজছেন, তাঁদের রুপোয় বিনিয়োগ করা উচিত নয়। ২. যাঁরা তড়িঘড়ি রিটার্ন এবং ডিভিডেন্ড চাইছেন, তাঁদেরও রুপোয় বিনিয়োগ করা চলবে না। ৩. রুপো কিন্তু সম্পূর্ণ রূপে লিক্যুইড নয়। তাই যাঁরা রুপো বেচে হাতে টাকা চাইছেন, তাঁদের জন্য রুপো আদর্শ বিনিয়োগ নয়।
১. যাঁরা ঝুঁকিবিহীন বিনিয়োগের মাধ্যম খুঁজছেন, তাঁদের রুপোয় বিনিয়োগ করা উচিত নয়। ২. যাঁরা তড়িঘড়ি রিটার্ন এবং ডিভিডেন্ড চাইছেন, তাঁদেরও রুপোয় বিনিয়োগ করা চলবে না। ৩. রুপো কিন্তু সম্পূর্ণ রূপে লিক্যুইড নয়। তাই যাঁরা রুপো বেচে হাতে টাকা চাইছেন, তাঁদের জন্য রুপো আদর্শ বিনিয়োগ নয়।
advertisement
advertisement
advertisement