রুপোয় বিনিয়োগ করলে কি বিপদের দিনে কাজে আসবে ? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বিশেষজ্ঞদের মতে, রুপো যেহেতু মূল্যবান ধাতু, তাই তা বিনিয়োগের দারুন মাধ্যম হতে পারে। কিছু বিষয় মাথায় রাখলেই রুপোয় বিনিয়োগে দারুন লাভবান হওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
দীর্ঘ মেয়াদে আর্থিক উন্নতি: রুপোর অন্তহীন ব্যবহার রয়েছে। যা অনেকেই জানেন না। রিস্ক রিওয়ার্ড রিটার্নের সিইও শঙ্কর শর্মা জানাচ্ছেন যে, রুপো শুধু মূল্যবান ধাতুই নয়, এটা শিল্পক্ষেত্রে ব্যবহৃত ধাতুও বটে। মেডিকেল ক্ষেত্র থেকে শুরু করে সোলার প্যানেল, ব্যাটারি, নিউক্লিয়ার রিয়্যাক্টর, সেমিকন্ডাক্টর, টাচ স্ক্রিনের জন্যও ব্যবহার করা হয় রুপো।
advertisement
advertisement
ঝুঁকি এবং অস্থিরতা: রুপো সাধারণত নিরাপদ বিনিয়োগ। সোনার তুলনায় এর মূল্য কমতে পারে। এর মধ্যে অস্থির প্রবণতাও দেখা যায়। তবে ধৈর্য ধরে অপেক্ষা করলে এই অস্থির প্রবণতার মতো সমস্যাকে দূর করা সম্ভব। এআরকে সিলভার গোল্ড অসনিয়ামের মালিক আয়ান ইভরার্ড জানান যে, এক বছরে যে পরিমাণ রুপো উৎপাদন হয়, তার মূল্য বর্তমানে প্রায় ২০ বিলিয়ন ডলার।
advertisement
advertisement
advertisement









