ভারতীয় রেলের লাক্সারি এক্সপ্রেসের টিকিটে ৫০ শতাংশ ছাড় মিলছে ৷ ভারতীয় রেলের পক্ষ থেকে একটি অফার আনা হয়েছে যেখানে লক্সারি ট্রেনের একটি টিকিট কিনলে অন্যটিতে ৫০ শতাংশ ছাড় পাবেন ৷ টুইন শেয়ারিং-এ প্রথম টিকিটটি কিনলে অপর ব্যক্তির ভাড়া পুরো ৫০ শতাংশ কমে পেয়ে যাবেন ৷ শুধুমাত্র ভারতীয়রা নন, এই সুবিধা পাবেন বিদেশীরাও ৷ Photo Collected
advertisement
advertisement
মহারাজ এক্সপ্রেস ৷ একবারে নামের সঙ্গে মানাশই এই ট্রেনটি ৷ লাক্সারি এক্সপ্রেস বললেও যেন কম বলা হবে ৷ ট্রেন তো নয়, যেন রাজপ্রাসাদ ৷ এই ট্রেনে চাপলে আপনি ভুলে যাবেন অন্যান্য লোকাল ট্রেনের কথা ৷ ভারতীয় ট্রেন সম্পর্কে যাবতীয় খারাপ ধারণা নিমেষে বদলে যাবে ৷ ট্রেন মানেই যে ভীড় বা ইতিউতি নোংরা, মহারাজা এক্সপ্রেসে একবার চড়লেই সেই সব মত পাল্টাতে বাধ্য ৷ অন্দরসজ্জা মনোরম ৷ প্রতিটি কম্পার্টমেন্ট সাজানো হয়েছে অতি যত্নে ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মহারাজা এক্সপ্রেস নিয়ে দেশ বিদেশে চর্চা হয়ে থাকে ৷ এই ট্রেনটি ভারতের গর্ব ৷ ট্রেনটি এতটাই উন্নতমানের যে এর সঙ্গে রয়্যাল স্কটম্যান ও ইস্টার্ন এন্ড ওরিয়েন্ট্যাল এক্সপ্রেসের মত ট্রেনের সঙ্গে তুলনা করা হয় ৷ মহারাজা এক্সপ্রেসের ব্যাপারে আরও জানতে চাইলে the-maharajas.com-এ ক্লিক করতে পারেন ৷ Photo Collected
advertisement