ঘরে বসে এখানে করুন ইনভেস্ট , FD থেকে মিলবে ৪ গুণ বেশি লাভ

Last Updated:
টিএফ (ETF) স্কিমে টাকা ইনভেস্ট করলে পেতে পারেন ৩৮ শতাংশ পর্যন্ত রিটার্ন ৷
1/5
আকাশ ছোঁয়া সোনার দাম ৷ লাগাতার বেড়ে চলেছেই দাম ৷ অন্যদিকে আবার ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমে গিয়েছে ৷ গত এক বছরে এফডি-র সুদের হার ১ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে ৷ এর মাঝে মোট টাকা লাভ করার সুর্বণ সুযোগ রয়েছে আপনারও ৷ গোল্ডের সঙ্গে যুক্ত ইটিএফ (ETF) স্কিমে টাকা ইনভেস্ট করলে পেতে পারেন ৩৮ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন ৷ বিশেষজ্ঞদের মতে সোনার দাম কমার কোনও সম্ভাবনা নেই ৷ ফলে এই মুহূর্তে গোল্ড ইটিএফে টাকা ইনভেস্ট করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন আপনিও ৷
আকাশ ছোঁয়া সোনার দাম ৷ লাগাতার বেড়ে চলেছেই দাম ৷ অন্যদিকে আবার ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমে গিয়েছে ৷ গত এক বছরে এফডি-র সুদের হার ১ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে ৷ এর মাঝে মোট টাকা লাভ করার সুর্বণ সুযোগ রয়েছে আপনারও ৷ গোল্ডের সঙ্গে যুক্ত ইটিএফ (ETF) স্কিমে টাকা ইনভেস্ট করলে পেতে পারেন ৩৮ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন ৷ বিশেষজ্ঞদের মতে সোনার দাম কমার কোনও সম্ভাবনা নেই ৷ ফলে এই মুহূর্তে গোল্ড ইটিএফে টাকা ইনভেস্ট করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন আপনিও ৷
advertisement
2/5
ETF কী ? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এক প্রকারের মিউচ্যুয়াল ফান্ড যা সোনায় ইনভেস্ট করা হয় ৷ এই মিউচ্যুয়াল ফান্ড যোজনার ইউনিট স্টক এক্সচেঞ্জের লিস্টে রয়েছে ৷ এফডি-তে বর্তমানে মাত্র ৭.৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ এক বছরের জন্য আপনি RBL ব্যাঙ্কে এফডি করান তাহলে ৭.৯ শতাংশের হিসেবে আপনার টাকা ১০ হাজার থেকে বেড়ে ১০,৮১৪ টাকা হবে ৷
ETF কী ? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এক প্রকারের মিউচ্যুয়াল ফান্ড যা সোনায় ইনভেস্ট করা হয় ৷ এই মিউচ্যুয়াল ফান্ড যোজনার ইউনিট স্টক এক্সচেঞ্জের লিস্টে রয়েছে ৷ এফডি-তে বর্তমানে মাত্র ৭.৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ এক বছরের জন্য আপনি RBL ব্যাঙ্কে এফডি করান তাহলে ৭.৯ শতাংশের হিসেবে আপনার টাকা ১০ হাজার থেকে বেড়ে ১০,৮১৪ টাকা হবে ৷
advertisement
3/5
 মিলবে তিনগুণ বেশি রিটার্ন: Kotak World Gold Fund এক মাসে ৩২ শতাংশ রিটার্ন দেওয়া হবে ৷ এরপর DSP World Gold Fund-এ এক বছরে ৩৮ শতাংশ রিটার্ন দেওয়া হয় ৷ গোল্ড ফান্ডসের জন্য এক বছরে সিএজিআর রিটার্ন ২৬ শতাংশ হয় ৷
মিলবে তিনগুণ বেশি রিটার্ন: Kotak World Gold Fund এক মাসে ৩২ শতাংশ রিটার্ন দেওয়া হবে ৷ এরপর DSP World Gold Fund-এ এক বছরে ৩৮ শতাংশ রিটার্ন দেওয়া হয় ৷ গোল্ড ফান্ডসের জন্য এক বছরে সিএজিআর রিটার্ন ২৬ শতাংশ হয় ৷
advertisement
4/5
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে সোনার ৷ জুনে সোনার দাম ছিল ১৩০০ ডলার প্রতি আউন্স ৷ অগাস্টে সেটি বেড়ে হয়েছে ১৫০০ ডলার প্রতি আউন্স ৷ দেশে জুন মাসে সোনার দাম ছিল ৩৩০০০ টাকা ৷ অগাস্টে তা বেড়ে হয়েছে ৩৮০০০ টাকা ৷ অগাস্টে মাত্র ১০ দিনে সোনার দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ ৷ প্রতি ১০ গ্রামে সোনার দাম বেড়ে ৪১ হাজার টাকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা ৷
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে সোনার ৷ জুনে সোনার দাম ছিল ১৩০০ ডলার প্রতি আউন্স ৷ অগাস্টে সেটি বেড়ে হয়েছে ১৫০০ ডলার প্রতি আউন্স ৷ দেশে জুন মাসে সোনার দাম ছিল ৩৩০০০ টাকা ৷ অগাস্টে তা বেড়ে হয়েছে ৩৮০০০ টাকা ৷ অগাস্টে মাত্র ১০ দিনে সোনার দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ ৷ প্রতি ১০ গ্রামে সোনার দাম বেড়ে ৪১ হাজার টাকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা ৷
advertisement
5/5
 সোনায় ইনভেস্ট করার জন্য শেয়ার মার্কেট ব্রোকারের কাছে গিয়ে ট্রেডিং ও ডি-ম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে ৷ SIP -র মাধ্যমে নিয়মিত ইনভেস্ট করতে পারেন ৷ একটি গোল্ড ইটিএফ সিলেক্ট করুন যেখানে ইনভেস্ট করতে চান ৷ এরপর যত ইউনিট সোনা কিনতে চাইবেন তার অর্ডার দিন ৷ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে ৷ ট্রেড করার দিন বা পরের দিন ইউনিট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ৷
সোনায় ইনভেস্ট করার জন্য শেয়ার মার্কেট ব্রোকারের কাছে গিয়ে ট্রেডিং ও ডি-ম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে ৷ SIP -র মাধ্যমে নিয়মিত ইনভেস্ট করতে পারেন ৷ একটি গোল্ড ইটিএফ সিলেক্ট করুন যেখানে ইনভেস্ট করতে চান ৷ এরপর যত ইউনিট সোনা কিনতে চাইবেন তার অর্ডার দিন ৷ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে ৷ ট্রেড করার দিন বা পরের দিন ইউনিট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ৷
advertisement
advertisement
advertisement