LIC-র এই নতুন পলিসিতে পাবেন ৬৫ হাজার টাকা পেনশন

Last Updated:
1/5
ভারতীয় জীবন বিমা সংস্থা একাধিক স্কিম নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যত আরও সুরক্ষিত করতে পারবেন ৷ সম্প্রতি জীবন শান্তি প্ল্যান লঞ্চ করেছিল এলআইসি ৷ এর বিশেষত্ব হচ্ছে এই পলিসিতে পেনশন পাবেন পলিসি হোল্ডাররা ৷
ভারতীয় জীবন বিমা সংস্থা একাধিক স্কিম নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যত আরও সুরক্ষিত করতে পারবেন ৷ সম্প্রতি জীবন শান্তি প্ল্যান লঞ্চ করেছিল এলআইসি ৷ এর বিশেষত্ব হচ্ছে এই পলিসিতে পেনশন পাবেন পলিসি হোল্ডাররা ৷
advertisement
2/5
 ৫০ বছরের কোনও ব্যক্তি ১০,১৮,০০০ টাকা পলিসিতে ইনভেস্ট করলে মিলবে বার্ষিক ৬৫৬০০ টাকা পেনশন ৷ তবে এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে ৷ এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে জীবন শান্তি যোজনা একটি নন লিঙ্কড প্ল্যান ৷ এই যোজনায় একবার প্রিমিয়াম দিতে হবে ৷ বিমা শুরুর সঙ্গে সঙ্গে আপনি পেনশন নিতে পারেন বা পরে পেনশন নেওয়ারও বিকল্প রয়েছে ৷
৫০ বছরের কোনও ব্যক্তি ১০,১৮,০০০ টাকা পলিসিতে ইনভেস্ট করলে মিলবে বার্ষিক ৬৫৬০০ টাকা পেনশন ৷ তবে এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে ৷ এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে জীবন শান্তি যোজনা একটি নন লিঙ্কড প্ল্যান ৷ এই যোজনায় একবার প্রিমিয়াম দিতে হবে ৷ বিমা শুরুর সঙ্গে সঙ্গে আপনি পেনশন নিতে পারেন বা পরে পেনশন নেওয়ারও বিকল্প রয়েছে ৷
advertisement
3/5
এই পলিসি অনলাই বা অফলাইনও কেনা যেতে পারে ৷ এটি একটি সিঙ্গল ডিপোজিট পেনশন প্ল্যান ৷ এই স্কিমে লোনের সুবিধা রয়েছে ৷ ৩ মাস পর আপনি সারেন্ডার করতে পারবেন ৷ ১ থেকে ২০ বছরের মধ্যে যখন পেনশন শুরু করতে পারবেন ৷
এই পলিসি অনলাই বা অফলাইনও কেনা যেতে পারে ৷ এটি একটি সিঙ্গল ডিপোজিট পেনশন প্ল্যান ৷ এই স্কিমে লোনের সুবিধা রয়েছে ৷ ৩ মাস পর আপনি সারেন্ডার করতে পারবেন ৷ ১ থেকে ২০ বছরের মধ্যে যখন পেনশন শুরু করতে পারবেন ৷
advertisement
4/5
৫০ বছর বয়সের কোনও ব্যক্তি ১০,১৮,০০০ টাকা ইনভেস্ট করে তাহলে সঙ্গে সঙ্গে ৬৫৬০০ টাকা বার্ষিক পেনশন পাবেন ৷ আর যদি কেই Deferred অপশন সিলেক্ট করেন তাহলে   ১ বছরে পর - ৬৯৩০০ টাকা বার্ষিক ৫ বছর পর -   ৯১৮০০ টাকা বার্ষিক ১০ বছর পর - ১২৮৩০০ টাকা বার্ষিক ১৫ বছর পর ১৬৯৫০০ টাকা   বার্ষিক ২০ বছর পর     ১৯২৩০০ টাকা  বার্ষিক
৫০ বছর বয়সের কোনও ব্যক্তি ১০,১৮,০০০ টাকা ইনভেস্ট করে তাহলে সঙ্গে সঙ্গে ৬৫৬০০ টাকা বার্ষিক পেনশন পাবেন ৷ আর যদি কেই Deferred অপশন সিলেক্ট করেন তাহলে ১ বছরে পর - ৬৯৩০০ টাকা বার্ষিক ৫ বছর পর - ৯১৮০০ টাকা বার্ষিক ১০ বছর পর - ১২৮৩০০ টাকা বার্ষিক ১৫ বছর পর ১৬৯৫০০ টাকা বার্ষিক ২০ বছর পর ১৯২৩০০ টাকা বার্ষিক
advertisement
5/5
 এই পলিসির জন্য আপনার বয়স ৩০ থেকে ৮৫ বছরের মধ্যে হতে হবে ৷
এই পলিসির জন্য আপনার বয়স ৩০ থেকে ৮৫ বছরের মধ্যে হতে হবে ৷
advertisement
advertisement
advertisement