লম্বা ‘ওয়েটিং লিস্টের' দিন শেষ...! AC , Sleeper, General কোন কোচে কত টিকিট কাটা যাবে? জানিয়ে দিল রেল!

Last Updated:
Indian Railways Waiting List: কোথাও ৩০০, কোথাও আবার ৪০০ পর্যন্তও ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটা যেত। তবে এ বার আর তা সম্ভব নয়।ফের রেলের টিকিট বুকিং ব্যবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
1/9
ভারতীয় রেলের নিয়মে বড় বদল। এবার থেকে সংশ্লিষ্ট ট্রেনের (স্লিপার বা এসি) যে কোনও শ্রেণির কামরায় আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট ওয়েটিং লিস্ট টিকিট হিসেবে কাটা যাবে কিন্তু তার বেশি নয়। ⁠কোনও শ্রেণিতে যত আসন রয়েছে, তার ২৫ শতাংশ টিকিট ‘ওয়েটিং লিস্টে’ কাটতে পারবেন যাত্রীরা।
ভারতীয় রেলের নিয়মে বড় বদল। এবার থেকে সংশ্লিষ্ট ট্রেনের (স্লিপার বা এসি) যে কোনও শ্রেণির কামরায় আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট ওয়েটিং লিস্ট টিকিট হিসেবে কাটা যাবে কিন্তু তার বেশি নয়। ⁠কোনও শ্রেণিতে যত আসন রয়েছে, তার ২৫ শতাংশ টিকিট ‘ওয়েটিং লিস্টে’ কাটতে পারবেন যাত্রীরা।
advertisement
2/9
তৎকাল টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রেল। ⁠অতীতে ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার কোনও বাধাধরা সংখ্যা ছিল না। জ়োন ভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হত। Representative Image 
তৎকাল টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রেল। ⁠অতীতে ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার কোনও বাধাধরা সংখ্যা ছিল না। জ়োন ভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হত। Representative Image
advertisement
3/9
তৎকাল টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রেল। ⁠অতীতে ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার কোনও বাধাধরা সংখ্যা ছিল না। জ়োন ভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হত। Representative Image 
তৎকাল টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রেল। ⁠অতীতে ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার কোনও বাধাধরা সংখ্যা ছিল না। জ়োন ভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হত। Representative Image
advertisement
4/9
সেক্ষেত্রে কোথাও ৩০০, কোথাও আবার ৪০০ পর্যন্তও ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটা যেত। তবে এ বার আর তা সম্ভব নয়।ফের রেলের টিকিট বুকিং ব্যবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।কোনও ভাবেই ওয়েটিং লিস্টের তালিকা বাড়াতে চায় না রেল। Representative Image 
সেক্ষেত্রে কোথাও ৩০০, কোথাও আবার ৪০০ পর্যন্তও ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটা যেত। তবে এ বার আর তা সম্ভব নয়।ফের রেলের টিকিট বুকিং ব্যবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।কোনও ভাবেই ওয়েটিং লিস্টের তালিকা বাড়াতে চায় না রেল। Representative Image
advertisement
5/9
একটি বড় পদক্ষেপ হিসেবে, ভারতীয় রেল ঘোষণা করেছে যে ১ জুলাই, ২০২৫ থেকে, কেবলমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই তৎকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন। রেল মন্ত্রণালয় ১০ জুন, ২০২৫ তারিখে সমস্ত রেল জোনে একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে এই সিদ্ধান্তের লক্ষ্য
একটি বড় পদক্ষেপ হিসেবে, ভারতীয় রেল ঘোষণা করেছে যে ১ জুলাই, ২০২৫ থেকে, কেবলমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই তৎকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন। রেল মন্ত্রণালয় ১০ জুন, ২০২৫ তারিখে সমস্ত রেল জোনে একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে এই সিদ্ধান্তের লক্ষ্য "তৎকাল প্রকল্পের সুবিধাগুলি সাধারণ ব্যবহারকারীরা যাতে পান তা নিশ্চিত করা।" Representative Image
advertisement
6/9
উল্লেখ করা হয়েছে যে
উল্লেখ করা হয়েছে যে "০১-০৭-২০২৫ থেকে, তৎকাল স্কিমের অধীনে টিকিট শুধুমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীদের দ্বারা ইন্ডিয়ান রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর ওয়েবসাইট/এর অ্যাপের মাধ্যমে বুক করা যাবে।" Representative Image
advertisement
7/9
শুধু তাই নয়, মন্ত্রণালয় শর্ত দিয়েছে আগামী ১৫ জুলাই, ২০২৫ থেকে, যাত্রীদের তৎকাল বুকিংয়ের জন্য অতিরিক্ত আধার-ভিত্তিক OTP প্রমাণীকরণ ধাপ সম্পন্ন করতেই হবে। Representative Image 
শুধু তাই নয়, মন্ত্রণালয় শর্ত দিয়েছে আগামী ১৫ জুলাই, ২০২৫ থেকে, যাত্রীদের তৎকাল বুকিংয়ের জন্য অতিরিক্ত আধার-ভিত্তিক OTP প্রমাণীকরণ ধাপ সম্পন্ন করতেই হবে। Representative Image
advertisement
8/9
রেল তথ্য ব্যবস্থা কেন্দ্র (CRIS) এবং IRCTC মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সিস্টেম পরিবর্তন বাস্তবায়নের এবং প্রতিটি জোনাল রেল বিভাগে এই আপডেটগুলি প্রেরণের নির্দেশ পেয়েছে। Representative Image 
রেল তথ্য ব্যবস্থা কেন্দ্র (CRIS) এবং IRCTC মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সিস্টেম পরিবর্তন বাস্তবায়নের এবং প্রতিটি জোনাল রেল বিভাগে এই আপডেটগুলি প্রেরণের নির্দেশ পেয়েছে। Representative Image
advertisement
9/9
এই পদক্ষেপের লক্ষ্য যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া সহজ করতে হবে।ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে যাতে সকলেই রেলে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে। Representative Image 
এই পদক্ষেপের লক্ষ্য যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া সহজ করতে হবে।ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে যাতে সকলেই রেলে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে। Representative Image
advertisement
advertisement
advertisement