'দেখি টিকিটটা...?' হাত বাড়ালেন TTE, উত্তরে যা বললেন AC কোচে বসা মহিলা, নিমেষে পিলে চমকে গেল টিকিট পরীক্ষকের

Last Updated:
Indian Railways: সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নয়াদিল্লি থেকে সোগারিয়াগামী ট্রেনে। যা চোখ কপালে তুলেছে টিকিট চেকারদের। পুরো ঘটনা তাজ্জব করে দেবে আপনাকেও।
1/11
ট্রেন যাত্রায় যাত্রী স্বচ্ছন্দ নিশ্চিত করতে বেশ কিছু আইন কানুন মানার পরামর্শ দেয় ভারতীয় রেল। দূরপাল্লা হোক বা লোকাল ট্রেন, সারাদিনে বহু মানুষই ট্রেনে ভ্রমণ করেন। কিন্তু এই ভ্রমণের ক্ষেত্রে সবাই কি মানেন সঠিক নিয়ম?
ট্রেন যাত্রায় যাত্রী স্বচ্ছন্দ নিশ্চিত করতে বেশ কিছু আইন কানুন মানার পরামর্শ দেয় ভারতীয় রেল। দূরপাল্লা হোক বা লোকাল ট্রেন, সারাদিনে বহু মানুষই ট্রেনে ভ্রমণ করেন। কিন্তু এই ভ্রমণের ক্ষেত্রে সবাই কি মানেন সঠিক নিয়ম?
advertisement
2/11
রেলকর্মীদের অভিজ্ঞতা কিন্তু বলে অন্য গল্প। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নয়াদিল্লি থেকে সোগারিয়াগামী ট্রেনে। যা চোখ কপালে তুলেছে টিকিট চেকারদের। পুরো ঘটনা তাজ্জব করে দেবে আপনাকেও।
রেলকর্মীদের অভিজ্ঞতা কিন্তু বলে অন্য গল্প। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নয়াদিল্লি থেকে সোগারিয়াগামী ট্রেনে। যা চোখ কপালে তুলেছে টিকিট চেকারদের। পুরো ঘটনা তাজ্জব করে দেবে আপনাকেও।
advertisement
3/11
দিল্লি-সোগারিয়াগামী ২০৪৫২ নম্বর ট্রেনে ঘটনাটি ঘটে মাসখানেক আগে। এক কনস্টেবল তাঁর স্ত্রীকে নিয়ে বহাল তবিয়তে যাত্রা করছিলেন এসি কোচে। সময়মতো টিকিট পরীক্ষা করতে আসেন টিকিট পরীক্ষক। সামনে এসেই বাড়িয়ে দেন হাত, 'দেখি টিকিটটা?'
দিল্লি-সোগারিয়াগামী ২০৪৫২ নম্বর ট্রেনে ঘটনাটি ঘটে মাসখানেক আগে। এক কনস্টেবল তাঁর স্ত্রীকে নিয়ে বহাল তবিয়তে যাত্রা করছিলেন এসি কোচে। সময়মতো টিকিট পরীক্ষা করতে আসেন টিকিট পরীক্ষক। সামনে এসেই বাড়িয়ে দেন হাত, 'দেখি টিকিটটা?'
advertisement
4/11
কিন্তু এরপরেই ঘটে অদ্ভুত ঘটনা। দেখা যায় কনস্টেবলের কাছে টিকিট থাকলে এসি কোচে কোনও টিকিট ছাড়াই নিশ্চিন্তে ট্র্যাভেল করছেন তাঁর স্ত্রী। অর্থাৎ একটিমাত্র টিকিট কেটেই স্ত্রীকে নিয়ে আরাম করে এয়ার কন্ডিশন কামরায় সফর করছেন পুলিশবাবু।
কিন্তু এরপরেই ঘটে অদ্ভুত ঘটনা। দেখা যায় কনস্টেবলের কাছে টিকিট থাকলে এসি কোচে কোনও টিকিট ছাড়াই নিশ্চিন্তে ট্র্যাভেল করছেন তাঁর স্ত্রী। অর্থাৎ একটিমাত্র টিকিট কেটেই স্ত্রীকে নিয়ে আরাম করে এয়ার কন্ডিশন কামরায় সফর করছেন পুলিশবাবু।
advertisement
5/11
এখানেই শেষ নয়। টিকিট না থাকা নিয়ে কোনোরকম লজ্জার বালাই নেই তাঁদের। উপরন্তু টিটিই যখন কনস্টেবলের স্ত্রীর টিকিট চান, তখন তিনি টিটিইর সঙ্গে রীতিমতো তর্ক শুরু করে দেন। স্বামীর পুলিশ ইউনিফর্মের গরম দেখিয়ে পাল্টা ঝগড়া করতে শুরু করে দেন ওই মহিলা।
এখানেই শেষ নয়। টিকিট না থাকা নিয়ে কোনোরকম লজ্জার বালাই নেই তাঁদের। উপরন্তু টিটিই যখন কনস্টেবলের স্ত্রীর টিকিট চান, তখন তিনি টিটিইর সঙ্গে রীতিমতো তর্ক শুরু করে দেন। স্বামীর পুলিশ ইউনিফর্মের গরম দেখিয়ে পাল্টা ঝগড়া করতে শুরু করে দেন ওই মহিলা।
advertisement
6/11
কম যান না কনস্টেবল মশাইও। সমানে তর্ক করে নিজের পুলিশি তকমা জাহির করে ক্ষমতার বড়াই করতে থাকেন ওই পুলিশ কনস্টেবল। কোনওভাবেই তাঁদের দমাতে না পেরে অবশেষে টিটিই কনস্টেবলের স্ত্রীর নামে একটি চালান ইস্যু করেন এবং তাঁকে স্লিপারে পাঠিয়ে দেন।
কম যান না কনস্টেবল মশাইও। সমানে তর্ক করে নিজের পুলিশি তকমা জাহির করে ক্ষমতার বড়াই করতে থাকেন ওই পুলিশ কনস্টেবল। কোনওভাবেই তাঁদের দমাতে না পেরে অবশেষে টিটিই কনস্টেবলের স্ত্রীর নামে একটি চালান ইস্যু করেন এবং তাঁকে স্লিপারে পাঠিয়ে দেন।
advertisement
7/11
জানা যায়, ওই কনস্টেবল নয়াদিল্লির জিআরপির কনস্টেবল এমকে মীনা। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ট্রেনের সেকেন্ড এসিতে যাত্রা করছিলেন। কিন্তু কনস্টেবলের কাছে টিকিট থাকলেও তাঁর স্ত্রী টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন।
জানা যায়, ওই কনস্টেবল নয়াদিল্লির জিআরপির কনস্টেবল এমকে মীনা। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ট্রেনের সেকেন্ড এসিতে যাত্রা করছিলেন। কিন্তু কনস্টেবলের কাছে টিকিট থাকলেও তাঁর স্ত্রী টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন।
advertisement
8/11
এই ঘটনায় ট্রেনের কর্মীরা কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কোটা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম সৌরভ জৈন এই ঘটনায় বলেন, বিষয়টি তদন্ত করে নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় ট্রেনের কর্মীরা কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কোটা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম সৌরভ জৈন এই ঘটনায় বলেন, বিষয়টি তদন্ত করে নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
9/11
কর্তব্যরত টিটিই রাকেশ কুমার ওই মহিলাকে ৫৩০ টাকার চালান ইস্যু করেন। এরপর টিকিট পরীক্ষক যখন এই ঘটনার ভিডিও করার চেষ্টা করেন, তখন তাতেও কনস্টেবল তাঁকে হুমকি দিতে শুরু করে। যে ঘটনায় রেলকর্মীরা রীতিমতো ক্ষুব্ধ।
কর্তব্যরত টিটিই রাকেশ কুমার ওই মহিলাকে ৫৩০ টাকার চালান ইস্যু করেন। এরপর টিকিট পরীক্ষক যখন এই ঘটনার ভিডিও করার চেষ্টা করেন, তখন তাতেও কনস্টেবল তাঁকে হুমকি দিতে শুরু করে। যে ঘটনায় রেলকর্মীরা রীতিমতো ক্ষুব্ধ।
advertisement
10/11
প্রসঙ্গত, টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের কারণে ভারতীয় রেলকে প্রতি বছর বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়। এই কারণে, ট্রেনগুলিতে রেলের তরফে এখন খুব কড়া তল্লাশি চালানো হয়। টিকিট ছাড়া ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানাও করা হয়।
প্রসঙ্গত, টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের কারণে ভারতীয় রেলকে প্রতি বছর বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়। এই কারণে, ট্রেনগুলিতে রেলের তরফে এখন খুব কড়া তল্লাশি চালানো হয়। টিকিট ছাড়া ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানাও করা হয়।
advertisement
11/11
প্রায়ই দেখা যায়, সাধারণ মানুষ, কখনও বাধ্য হয়ে, কখনও টাকা বাঁচানোর জন্য, টিকিট ছাড়াই স্লিপার বা জেনারেল কামড়ায় চড়ে বসেন। কিন্তু কোটার এই ঘটনায় খোদ একজন পুলিশ কনস্টেবল তাঁর ইউনিফর্মের গরম দেখিয়ে যে ভাবে তাঁর স্ত্রীকে নিয়ে সেকেন্ড এসিতে বিনামূল্যে ভ্রমণ করছিলেন তা দেখে কার্যত হতবাক রেলকর্মীরাও।
প্রায়ই দেখা যায়, সাধারণ মানুষ, কখনও বাধ্য হয়ে, কখনও টাকা বাঁচানোর জন্য, টিকিট ছাড়াই স্লিপার বা জেনারেল কামড়ায় চড়ে বসেন। কিন্তু কোটার এই ঘটনায় খোদ একজন পুলিশ কনস্টেবল তাঁর ইউনিফর্মের গরম দেখিয়ে যে ভাবে তাঁর স্ত্রীকে নিয়ে সেকেন্ড এসিতে বিনামূল্যে ভ্রমণ করছিলেন তা দেখে কার্যত হতবাক রেলকর্মীরাও।
advertisement
advertisement
advertisement