এই পোস্ট অফিস স্কিমে সঞ্চয়ে দ্বিগুণ লাভ, মাত্র ১০ টাকা দিয়েই শুরু করা যাবে বিনিয়োগ

Last Updated:
স্বল্প বেতনেও অল্প টাকা বাঁচিয়ে বিনিয়োগ করতে পারেন এই সব সঞ্চয় স্কিমে
1/6
জমার দ্বিগুণ হবে লাভ ৷ আমাদের দেশের অধিকাংশ মানুষই স্বল্প উপার্জনকারী ৷ সংসারের বোঝা সামলে হাতে থাকা টাকা দিয়ে ব্যাঙ্কের সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা যায় না ৷ বেশিরভাগ ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ৩.৫ থেকে ৪ শতাংশ সুদের বেশি দেয় না ৷ অন্যদিকে, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে সুদ এর থেকে বেশি মিললেও টাকা জমার সময় অনেক লম্বা ৷ এমতাবস্থায় পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্প টাকা জমানোর জন্য আদর্শ ৷ (Representative Image)
জমার দ্বিগুণ হবে লাভ ৷ আমাদের দেশের অধিকাংশ মানুষই স্বল্প উপার্জনকারী ৷ সংসারের বোঝা সামলে হাতে থাকা টাকা দিয়ে ব্যাঙ্কের সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা যায় না ৷ বেশিরভাগ ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ৩.৫ থেকে ৪ শতাংশ সুদের বেশি দেয় না ৷ অন্যদিকে, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে সুদ এর থেকে বেশি মিললেও টাকা জমার সময় অনেক লম্বা ৷ এমতাবস্থায় পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্প টাকা জমানোর জন্য আদর্শ ৷ (Representative Image)
advertisement
2/6
ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও রয়েছে বিভিন্ন সেভিংস স্কিম ৷ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে ন্যূনতম ১০ টাকা দিয়েও শুরু করা যায় বিনিয়োগ ৷ সামান্য টাকা জমিয়ে দ্বিগুণ মুনাফা লাভের সুযোগ দিচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম ৷ পোস্ট অফিসের এক থেকে পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে টাকা জমালে সুদ মেলে ৬.৯ শতাংশ ৷ (Representative Image)
ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও রয়েছে বিভিন্ন সেভিংস স্কিম ৷ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে ন্যূনতম ১০ টাকা দিয়েও শুরু করা যায় বিনিয়োগ ৷ সামান্য টাকা জমিয়ে দ্বিগুণ মুনাফা লাভের সুযোগ দিচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম ৷ পোস্ট অফিসের এক থেকে পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে টাকা জমালে সুদ মেলে ৬.৯ শতাংশ ৷ (Representative Image)
advertisement
3/6
পোস্ট অফিসের RD স্কিমে মাসে ২ হাজার টাকা করেও যদি কেউ জমা করে তাহলে ৫ বছর পর তাঁর মোট আমানতের পরিমাণ দাঁড়াবে ১.২০ লাখ টাকা ৷ (Representative Image)
পোস্ট অফিসের RD স্কিমে মাসে ২ হাজার টাকা করেও যদি কেউ জমা করে তাহলে ৫ বছর পর তাঁর মোট আমানতের পরিমাণ দাঁড়াবে ১.২০ লাখ টাকা ৷ (Representative Image)
advertisement
4/6
পোস্ট অফিসের ত্রৈমাসিক কম্পাউন্ড RD স্কিমে মেলে ৬.৯ শতাংশ সুদ ৷ এই স্কিমে ২০০০ টাকা করে প্রতি মাসে জমা করা হলে ৫ বছরে মোট আমানত দাঁড়াবে ১,৪৪, ৩০৫ টাকায় ৷ অর্থাৎ এই স্কিমে টাকা জমিয়ে গ্রাহক প্রায় ২৪৩০৫ টাকা লাভ করবে ৷ (Representative Image)
পোস্ট অফিসের ত্রৈমাসিক কম্পাউন্ড RD স্কিমে মেলে ৬.৯ শতাংশ সুদ ৷ এই স্কিমে ২০০০ টাকা করে প্রতি মাসে জমা করা হলে ৫ বছরে মোট আমানত দাঁড়াবে ১,৪৪, ৩০৫ টাকায় ৷ অর্থাৎ এই স্কিমে টাকা জমিয়ে গ্রাহক প্রায় ২৪৩০৫ টাকা লাভ করবে ৷ (Representative Image)
advertisement
5/6
শুধু রেকারিং স্কিম নয়, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টেও টাকা জমিয়েও লাভবান হতে পারেন গ্রাহকেরা ৷ পোস্ট অফিসে খুব স্বল্প টাকাতেই সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় ৷ পোস্ট অফিসের বর্তমান সুদ অনুসারে কেউ যদি মাসে ২০০০ টাকা করে সেভিংস অ্যাকাউন্টে জমা করে তাহলে বছরে ৪ শতাংশ হারে সুদ অনুযায়ী মোট বিনিয়োগ ১.২০ লাখ টাকার পরিবর্তে তাঁর আমানত দাঁড়াবে ১, ৩৫,১৯১ টাকা ৷ অর্থাৎ মোট লাভের পরিমাণ ১৫১৯১ টাকা ৷ (Representative Image)
শুধু রেকারিং স্কিম নয়, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টেও টাকা জমিয়েও লাভবান হতে পারেন গ্রাহকেরা ৷ পোস্ট অফিসে খুব স্বল্প টাকাতেই সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় ৷ পোস্ট অফিসের বর্তমান সুদ অনুসারে কেউ যদি মাসে ২০০০ টাকা করে সেভিংস অ্যাকাউন্টে জমা করে তাহলে বছরে ৪ শতাংশ হারে সুদ অনুযায়ী মোট বিনিয়োগ ১.২০ লাখ টাকার পরিবর্তে তাঁর আমানত দাঁড়াবে ১, ৩৫,১৯১ টাকা ৷ অর্থাৎ মোট লাভের পরিমাণ ১৫১৯১ টাকা ৷ (Representative Image)
advertisement
6/6
পোস্ট অফিসে জমা করা প্রতিটি টাকার গ্যারান্টি দেয় খোদ সরকার ৷ কম টাকাতেও বেশি লাভের বহু সঞ্চয় স্কিম রয়েছে পোস্ট অফিসে ৷ স্বল্প বেতনেও অল্প টাকা বাঁচিয়ে বিনিয়োগ করতে পারেন এই সব সঞ্চয় স্কিমে ৷ (Representative Image)
পোস্ট অফিসে জমা করা প্রতিটি টাকার গ্যারান্টি দেয় খোদ সরকার ৷ কম টাকাতেও বেশি লাভের বহু সঞ্চয় স্কিম রয়েছে পোস্ট অফিসে ৷ স্বল্প বেতনেও অল্প টাকা বাঁচিয়ে বিনিয়োগ করতে পারেন এই সব সঞ্চয় স্কিমে ৷ (Representative Image)
advertisement
advertisement
advertisement