Post Office: আপনার বাড়ির পাশের ছোট পোস্ট অফিস কি বন্ধ হয়ে যাচ্ছে? আপনার কি এখানে অ্যাকাউন্ট আছে? জেনে নিন অ্যাকাউন্ট ও টাকার কী হবে...
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Post Office: গ্রাহক কম থাকায় জলপাইগুড়ি ও শিলিগুড়ির কয়েকটি ছোট পোস্ট অফিস বন্ধ করে দিচ্ছে ডাক বিভাগ। এখানকার পরিষেবা নিকটবর্তী বড় অফিসে স্থানান্তরিত হবে, যাতে গ্রাহকরা আরও উন্নত পরিষেবা পান।
ছোট পোস্ট অফিসে পড়তে চলেছে তালা! ডাক বিভাগ জানিয়েছে, যেখানে রেভিনিউ একেবারেই কম সেখানে বন্ধ হতে পারে ছোট পোস্ট অফিস। শুধু সেভিংস অ্যাকাউন্ট বা খাতায় বই আপডেটের মতো কাজেই সীমাবদ্ধ থাকলে সেগুলি বাদ যাবে। গ্রাহকদের সেবার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে ওই পরিষেবাগুলি মিশিয়ে দেওয়া হবে। (তথ্য-Surojit Dey)
advertisement
ইতিমধ্যেই দু’টি অফিসে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক বিভাগের এক শীর্ষ আধিকারিক ঋজু গাঙ্গুলি জানিয়েছেন, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির শক্তিনগরে সার্কেলে দুটো অফিস বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে কার্যত গ্রাহক সংখ্যা হাতে গোনা, সেইসব অফিসই প্রথম ধাপে বাদ পড়ছে। গ্রামাঞ্চলের কিছু এলাকায় এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement







