কর ফাঁকি রুখতে আরও কড়াকড়ি, জরিমানার পাশাপাশি হতে পারে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড

Last Updated:
1/4
শত চেষ্টা করেও কর ফাঁকির হাত থেকে পুরোপুরি মুক্তি করা যাচ্ছে না এদেশকে ৷ জিএসটি থেকেও প্রত্যাশার তুলনায় আয় অনেকটাই কম ৷ এই পরিস্থিতিতে কর ফাঁকি রুখতে আরও কড়া হচ্ছে সরকার ৷ Representational Image
শত চেষ্টা করেও কর ফাঁকির হাত থেকে পুরোপুরি মুক্তি করা যাচ্ছে না এদেশকে ৷ জিএসটি থেকেও প্রত্যাশার তুলনায় আয় অনেকটাই কম ৷ এই পরিস্থিতিতে কর ফাঁকি রুখতে আরও কড়া হচ্ছে সরকার ৷ Representational Image
advertisement
2/4
এই পরিস্থিতিতে যে সমস্ত ব্যবসায়ী টানা ছ’মাস জিএসটি-র রিটার্ন দাখিল করবেন না, তাঁদের ই-ওয়ে বিল তৈরির উপরে বসতে চলেছে নিষেধাজ্ঞা। Representational Image
এই পরিস্থিতিতে যে সমস্ত ব্যবসায়ী টানা ছ’মাস জিএসটি-র রিটার্ন দাখিল করবেন না, তাঁদের ই-ওয়ে বিল তৈরির উপরে বসতে চলেছে নিষেধাজ্ঞা। Representational Image
advertisement
3/4
কর ফাঁকি রুখতে শীঘ্রই চালু হবে পণ্য সরবরাহের বৈদ্যুতিন বিল আটকে দেওয়ার এই ব্যবস্থা। Representational Image
কর ফাঁকি রুখতে শীঘ্রই চালু হবে পণ্য সরবরাহের বৈদ্যুতিন বিল আটকে দেওয়ার এই ব্যবস্থা। Representational Image
advertisement
4/4
গত বছর ১ এপ্রিল চালু হয় ই-ওয়ে বিল ৷ ওই মাসেই রাজ্যের মধ্যে জিনিসপত্র পরিবহণের ক্ষেত্রেও চালু হয় ৷ গত ৯ মাসে জিএসটি বা কর ফাঁকির ৩৬২৬টি ঘটনা ধরতে পেরেছেন কর দফতরের কর্তারা ৷ ভবিষ্যতে কর ফাঁকি রুখতে আরও কড়া হতে চলেছে  সরকার ৷ কর ফাঁকি দিলে হতে পারে জেলও ৷
গত বছর ১ এপ্রিল চালু হয় ই-ওয়ে বিল ৷ ওই মাসেই রাজ্যের মধ্যে জিনিসপত্র পরিবহণের ক্ষেত্রেও চালু হয় ৷ গত ৯ মাসে জিএসটি বা কর ফাঁকির ৩৬২৬টি ঘটনা ধরতে পেরেছেন কর দফতরের কর্তারা ৷ ভবিষ্যতে কর ফাঁকি রুখতে আরও কড়া হতে চলেছে সরকার ৷ কর ফাঁকি দিলে হতে পারে জেলও ৷
advertisement
advertisement
advertisement