Income Tax Notice: এই ১১ ভুলের কারণে নোটিস পাঠাতে পারে আয়কর দফতর, সতর্ক থাকুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Income Tax Notice: ইনকাম ট্যাক্স রিটার্নে সবকিছু যথাযথ হওয়াটা গুরুত্বপূর্ণ। ভুলচুক হলে আয়কর দফতর নোটিস পাঠাতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দ্বিতীয় ভুল: ব্যক্তিগত তথ্যে ভুল থাকা উচিত নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আধার নম্বর, প্যান নম্বর থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত ভুল দিতে দেখা গিয়েছে। তাই সতর্ক থাকা উচিত।তৃতীয় ভুল: ইনকাম ট্যাক্স রিটার্নে সম্পূর্ণ তথ্য জানানো বাধ্যতামূলক। কোনও কিছুই লুকনো যাবে না। কিন্তু এক্ষেত্রেও অনেকেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করে বসেন। অপ্রয়োজনীয় ভেবে সব তথ্য দেন না।
advertisement
চতুর্থ ভুল: টিডিএস এবং আয়ের মধ্যে পার্থক্য থাকা উচিত নয়। ২৬ এএস-এ যেন এই ভুল না হয়। এই বিষয়টা করদাতাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।পঞ্চম ভুল: দেরিতে আয়কর রিটার্ন দাখিল বা আয়কর রিটার্ন দাখিলের পর যাচাই না করাও বড় ভুল। রিটার্ন দাখিলের পর আইটিআর ভেরিফাই না করলে তা অবৈধ বলে গণ্য হবে।ষষ্ঠ ভুল: ব্যাঙ্কের নাম বা ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়াও বড় ভুল। এই পরিস্থিতিতে রিফান্ড নাও মিলতে পারে।
advertisement
সপ্তম ভুল: বিদেশি সম্পত্তি বা বিদেশ থেকে প্রাপ্ত আয়ও আয়কর রিটার্ন দাখিলের সময় জানাতে হয়। না জানালে মোটা টাকা জরিমানা হতে পারে।অষ্টম ভুল: এই ভুল ক্যারি ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্কিত। লং টার্ম ক্যাপিটাল লসকে ক্যারি ফরোয়ার্ড না করাও একটা বড় ভুল।নবম ভুল: শিডিউল এএল সম্পর্কে সতর্ক থাকতে হবে। ৫০ লাখের উপর আয় শিডিউল এএল-এর আওতায় দেখানো উচিত।
advertisement