এই ভুলগুলো থেকে সতর্ক থাকুন, ITR দাখিল করার পরেও আটকে যেতে পারে রিফান্ড

Last Updated:
কখন এবং কারা আয়কর রিফান্ড পান আগে জেনে নিন ৷
1/7
আয়কর রিটার্ন দাখিল করা সত্ত্বেও রিফান্ড আটকে যেতে পারে। অনেক করদাতারই এমন অভিজ্ঞতা হয়েছে। এর পিছনে রয়েছে কিছু ছোটখাটো কারণ। এই ভুলগুলো সঠিক সময়ে সংশোধন করা জরুরী।
আয়কর রিটার্ন দাখিল করা সত্ত্বেও রিফান্ড আটকে যেতে পারে। অনেক করদাতারই এমন অভিজ্ঞতা হয়েছে। এর পিছনে রয়েছে কিছু ছোটখাটো কারণ। এই ভুলগুলো সঠিক সময়ে সংশোধন করা জরুরী।
advertisement
2/7
যেমন প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা করদাতার নাম যদি আলাদা হয় বা নামের বানান আলাদা থাকে তাহলে রিফান্ড আটকে যেতে পারে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোডে ভুল থাকলেও রিফান্ড মিলবে না।
যেমন প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা করদাতার নাম যদি আলাদা হয় বা নামের বানান আলাদা থাকে তাহলে রিফান্ড আটকে যেতে পারে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোডে ভুল থাকলেও রিফান্ড মিলবে না।
advertisement
3/7
কখন এবং কারা আয়কর রিফান্ড পান: নিয়োগকর্তা বা যার কাছ থেকে পেমেন্ট আসছে তিনি যে পরিমাণ টাকা টিডিএস কেটে আয়করে জমা করেছেন তা যদি করদাতার মোট করের চেয়ে বেশি হয় বা তিনি যদি অগ্রিম কর দিয়ে থাকেন, তাহলে তিনি রিফান্ড পাবেন। আইটিআর ফাইল করার সময় এই রিফান্ড দাবি করতে হবে।
কখন এবং কারা আয়কর রিফান্ড পান: নিয়োগকর্তা বা যার কাছ থেকে পেমেন্ট আসছে তিনি যে পরিমাণ টাকা টিডিএস কেটে আয়করে জমা করেছেন তা যদি করদাতার মোট করের চেয়ে বেশি হয় বা তিনি যদি অগ্রিম কর দিয়ে থাকেন, তাহলে তিনি রিফান্ড পাবেন। আইটিআর ফাইল করার সময় এই রিফান্ড দাবি করতে হবে।
advertisement
4/7
নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল করা গুরুত্বপূর্ণ। এরপর আয়কর বিভাগ আইটিআর যাচাই করবে এবং রিফান্ড পাঠাবে। রিফান্ড ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিসের মাধ্যমে করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এর জন্য প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নাম ও অন্যান্য বিবরণ এক থাকতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল করা গুরুত্বপূর্ণ। এরপর আয়কর বিভাগ আইটিআর যাচাই করবে এবং রিফান্ড পাঠাবে। রিফান্ড ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিসের মাধ্যমে করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এর জন্য প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নাম ও অন্যান্য বিবরণ এক থাকতে হবে।
advertisement
5/7
নামে সামান্য এদিক ওদিকে সমস্যা হতে পারে: করদাতার প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নাম ও অন্যান্য বিবরণে সামান্য গরমিল থাকলে রিফান্ড আটকে যাবে। সেটা বানানের ভুল কিংবা মধ্যনাম বা পদবি লেখার পার্থক্য হতে পারে।
নামে সামান্য এদিক ওদিকে সমস্যা হতে পারে: করদাতার প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নাম ও অন্যান্য বিবরণে সামান্য গরমিল থাকলে রিফান্ড আটকে যাবে। সেটা বানানের ভুল কিংবা মধ্যনাম বা পদবি লেখার পার্থক্য হতে পারে।
advertisement
6/7
অনেক সময় এই ধরণের ছোটখাটো ভুল করদাতার নজরে পড়ে না। আয়কর রিটার্ন দাখিল করতেও সমস্যা হয় না। কিন্তু রিফান্ডের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এমন ভুল থাকলে আয়কর রিটার্ন দাখিল করার আগেই সংশোধন করা জরুরী।
অনেক সময় এই ধরণের ছোটখাটো ভুল করদাতার নজরে পড়ে না। আয়কর রিটার্ন দাখিল করতেও সমস্যা হয় না। কিন্তু রিফান্ডের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এমন ভুল থাকলে আয়কর রিটার্ন দাখিল করার আগেই সংশোধন করা জরুরী।
advertisement
7/7
রিটার্ন দাখিল করার আগে খুঁটিয়ে দেখতে হবে: রিটার্ন দাখিল করার আগে প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে কোনও গরমিল আছে কি না দেখতে হবে। থাকলে তৎক্ষণাৎ সংশোধন করা জরুরী। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান লিঙ্ক করানো আছে কি না দেখতে হবে তাও। তবে রিটার্ন দাখিল করার পরেও এই সংশোধন করা যায়।
রিটার্ন দাখিল করার আগে খুঁটিয়ে দেখতে হবে: রিটার্ন দাখিল করার আগে প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে কোনও গরমিল আছে কি না দেখতে হবে। থাকলে তৎক্ষণাৎ সংশোধন করা জরুরী। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান লিঙ্ক করানো আছে কি না দেখতে হবে তাও। তবে রিটার্ন দাখিল করার পরেও এই সংশোধন করা যায়।
advertisement
advertisement
advertisement