ITR-এ ‘এই’ তথ্য গোপন করেছেন? ১০ লাখ টাকা জরিমানা হতে পারে, সতর্ক করল আয়কর বিভাগ
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
ITR: সমস্ত করদাতা যাতে ২০২৪-২৫ অর্থবর্ষের আইটিআরে সমস্ত তথ্য প্রদান করেন তা নিশ্চিত করতে আয়কর বিভাগের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
advertisement
advertisement
সমস্ত করদাতা যাতে ২০২৪-২৫ অর্থবর্ষের আইটিআরে সমস্ত তথ্য প্রদান করেন তা নিশ্চিত করতে আয়কর বিভাগের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, ভারতীয় বাসিন্দাদের যদি বিদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্ট, নগদ মূল্যে বিমা চুক্তি বা বার্ষিক চুক্তি, কোনও সংস্থা বা ব্যবসায় আর্থিক স্বার্থ, অস্থাবর সম্পত্তি, হেফাজতকারী অ্যাকাউন্ট, ইক্যুইটি ও ঋণ, ট্রাস্টি বা স্যাটলার বা উপকারভোগী হন তাহলে আয়কর রিটার্ন ফাইলে যথাযথভাবে তা উল্লেখ করতে হবে। এছাড়াও বিদেশে কোনও মূলধন সম্পদ এবং এমন কোনও অ্যাকাউন্ট যদি থাকে যেখানে স্বাক্ষর করার অধিকার রয়েছে জানাতে হবে তাও।
advertisement
আয়কর বিভাগ স্পষ্ট করে দিয়েছে, ফরেন অ্যাসেট বা বিদেশি উৎস থেকে আয় বিভাগে এই ধরণের আয়ের কথা জানাতে হবে। এমনকী তা করযোগ্য সীমার নীচে বা বৈধ উৎস থেকে অর্জিত বিদেশি সম্পত্তি হলেও। দেরিতে বা সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। করদাতাদের এই সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আয়কর বিভাগের প্রশাসনিক সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ মূল্যায়ন বছরের জন্য ইতিমধ্যে আয়কর রিটার্ন দাখিল করা করদাতাদের এসএমএস এবং ইমেইল পাঠাবে আয়কর বিভাগ। এর মাধ্যমে করদাতারা তাঁদের ভুল সংশোধন করার সুযোগ পাবেন এবং সঠিক ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবেন।
advertisement
যে সমস্ত করদাতাদের পাঠানো তথ্য বিভিন্ন মাধ্যম থেকে যাচাই বাছাই করা হয়েছে, তাঁদের কাছেই এই এসএমএস এবং ইমেইল পাঠানো হবে। সোজা কথায়, আয়কর বিভাগের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সমস্ত করদাতাদের মধ্যে অনেকের বিদেশি অ্যাকাউন্ট বা সম্পত্তি থাকতে পারে। কিংবা বিদেশি জুরিডিকশন থেকে তাঁরা আয় পেয়ে থাকতে পারেন। কিন্তু আয়কর রিটার্নে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তা উল্লেখ করেননি। তাই তাঁদের এই সুযোগ দেওয়া হচ্ছে।