Income Tax: বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি? ১৭,৫০০ নয়, ১৮,২০০ টাকা কর সঞ্চয় করতে পারবেন, দেখে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Income Tax Calculator: দেখা যাচ্ছে, ১৭,৫০০ টাকা নয়, তাঁরা ১৮,২০০ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। কীভাবে?
advertisement
advertisement
সংশোধিত ট্যাক্স স্ল্যাব এবং নতুন কর ব্যবস্থায় বর্ধিত স্ট্যান্ডার্ড ডিডাকশনের অধীনে, ১০ লক্ষ টাকা বা তার বেশি আয়ের ব্যক্তিদের প্রাথমিকভাবে বার্ষিক ১৭,৫০০ টাকা কর সাশ্রয় হবে বলে প্রাথমিকভাবে আশা করা হয়েছিল। যাইহোক, এখন দেখা যাচ্ছে, স্বাস্থ্য ও শিক্ষা সেস হ্রাসের ফলে এই সঞ্চয়ের পরিমাণ আরও বাড়বে।
advertisement
advertisement
যদি কারও বার্ষিক আয় ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে হয়, তাহলে তিনি সারচার্জে ১,৭৫০ টাকা (১৭,৫০০ টাকার ১০ শতাংশ) সাশ্রয় করবেন। যার ফলে ২০,০২০ টাকার সেস সহ নেট সঞ্চয় হবে৷ ১ কোটি থেকে ২ কোটি টাকার মধ্যে আয়ের জন্য, ১৫ শতাংশ সারচার্জ লাগু হলে সারচার্জ এবং সেস সহ তাঁর মোট সঞ্চয় বেড়ে হয় ২০,৯৩০ টাকা। ২ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে আয়ের ক্ষেত্রে, লভ্যাংশ এবং মূলধন লাভ ছাড়া ২৫ শতাংশ সারচার্জ সহ মোট ২২,৭৫০ টাকা সঞ্চয় হবে।
advertisement