Income Tax: ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত, কিন্তু এর বেশি রোজগার হলে কী হবে? বিশেষজ্ঞরা যা বললেন দেখুন

Last Updated:
Income Tax Calculation: এখন যাঁদের আয় ১২ লাখ টাকার বেশি তাঁদের কত টাকা কর দিতে হবে?
1/5
নতুন কর ব্যবস্থায় ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এবারের বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেছেন, “১২ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত। যা মাসে গড়ে ১ লাখ টাকার সমান (পুঁজিগত আয়ের মতো বিশেষ আয় বাদে)। চাকরিজীবীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করলে করমুক্ত আয়ের সীমা ১২.৭৫ লাখ টাকা হবে।”
নতুন কর ব্যবস্থায় ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এবারের বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেছেন, “১২ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত। যা মাসে গড়ে ১ লাখ টাকার সমান (পুঁজিগত আয়ের মতো বিশেষ আয় বাদে)। চাকরিজীবীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করলে করমুক্ত আয়ের সীমা ১২.৭৫ লাখ টাকা হবে।”
advertisement
2/5
এখন যাঁদের আয় ১২ লাখ টাকার বেশি তাঁদের কত টাকা কর দিতে হবে? সিরিল অমরচন্দ মঙ্গলদাসের কর বিশেষজ্ঞ এসআর পট্টনায়েক বলছেন, “আপনার আয় যদি ১২ লাখ টাকার বেশি হয়, তাহলে নতুন কর স্ল্যাব অনুযায়ী কিছুটা মার্জিনাল রিলিফ পাওয়া যাবে।”
এখন যাঁদের আয় ১২ লাখ টাকার বেশি তাঁদের কত টাকা কর দিতে হবে? সিরিল অমরচন্দ মঙ্গলদাসের কর বিশেষজ্ঞ এসআর পট্টনায়েক বলছেন, “আপনার আয় যদি ১২ লাখ টাকার বেশি হয়, তাহলে নতুন কর স্ল্যাব অনুযায়ী কিছুটা মার্জিনাল রিলিফ পাওয়া যাবে।”
advertisement
3/5
ধরে নেওয়া যাক, কারও বার্ষিক আয় ৫০ লাখ টাকা। তাহলে ৪ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হচ্ছে না। ৪ থেকে ৮ লাখ টাকা আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লাখ টাকা আয়ে ১০ শতাংশ, ১২ থেকে ১৬ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ লাখ টাকা আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ টাকা আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হবে। অর্থাৎ করের হার ধাপে ধাপে বাড়বে। যাঁদের বার্ষিক আয় বেশি তাঁরাও কিছুটা রেহাই পাবেন। করের বোঝা আগের তুলনায় কমবে।
ধরে নেওয়া যাক, কারও বার্ষিক আয় ৫০ লাখ টাকা। তাহলে ৪ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হচ্ছে না। ৪ থেকে ৮ লাখ টাকা আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লাখ টাকা আয়ে ১০ শতাংশ, ১২ থেকে ১৬ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ লাখ টাকা আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ টাকা আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হবে। অর্থাৎ করের হার ধাপে ধাপে বাড়বে। যাঁদের বার্ষিক আয় বেশি তাঁরাও কিছুটা রেহাই পাবেন। করের বোঝা আগের তুলনায় কমবে।
advertisement
4/5
বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে, নতুন কর ব্যবস্থায় আগে ৭ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ছিল। কারণ সেখানে রিবেট বা ছাড় দেওয়া হত। বাজেট নথি অনুযায়ী, “এখন রিবেটের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে ১২ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত থাকে। এছাড়া ১২ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রেও মার্জিনাল রিলিফ প্রযোজ্য হবে।”
বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে, নতুন কর ব্যবস্থায় আগে ৭ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ছিল। কারণ সেখানে রিবেট বা ছাড় দেওয়া হত। বাজেট নথি অনুযায়ী, “এখন রিবেটের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে ১২ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত থাকে। এছাড়া ১২ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রেও মার্জিনাল রিলিফ প্রযোজ্য হবে।”
advertisement
5/5
সরাফ অ্যান্ড পার্টনার্স-এর কর বিশেষজ্ঞ অমিত গুপ্তা বলছেন, “এই কর ছাড় আয়কর আইনের ধারা ৮৭এ অনুযায়ী ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে। ফলে যাঁরা নতুন কর ব্যবস্থা (ধারা 115AC) বেছে নেবেন, তাঁদের ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর দিতে হবে না। কারণ তাঁরা নির্দিষ্ট কর রিবেটের সুবিধা পাবেন, যা প্রযোজ্য কর বা সর্বোচ্চ ৬০,০০০ টাকার মধ্যে যেটা কম হবে তার সমান।”
সরাফ অ্যান্ড পার্টনার্স-এর কর বিশেষজ্ঞ অমিত গুপ্তা বলছেন, “এই কর ছাড় আয়কর আইনের ধারা ৮৭এ অনুযায়ী ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে। ফলে যাঁরা নতুন কর ব্যবস্থা (ধারা 115AC) বেছে নেবেন, তাঁদের ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর দিতে হবে না। কারণ তাঁরা নির্দিষ্ট কর রিবেটের সুবিধা পাবেন, যা প্রযোজ্য কর বা সর্বোচ্চ ৬০,০০০ টাকার মধ্যে যেটা কম হবে তার সমান।”
advertisement
advertisement
advertisement