Importance of SIP Date: এসআইপি-র দিন বদলালে কি বদলে যায় রিটার্ন ? বেশিরভাগ মানুষই জানেন না
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Importance Of SIP Date: এসআইপি কবে করবেন—মাসের শুরুতে না শেষে? অনেকেই ভাবেন তারিখ বদলালে রিটার্নে বড় প্রভাব পড়ে।
advertisement
বিনিয়োগের তারিখ কি আপনার রিটার্নকে প্রভাবিত করতে পারে? এসআইপি কবে করবেন—মাসের শুরুতে না শেষে? অনেকেই ভাবেন তারিখ বদলালে রিটার্নে বড় প্রভাব পড়ে। কিন্তু রিপোর্ট বলছে দীর্ঘমেয়াদে তারিখের প্রভাব প্রায় নেই বললেই চলে। এই প্রশ্ন অনেক বিনিয়োগকারীদের বিভ্রান্তিতে ফেলেছে, কিন্তু সাম্প্রতিক এক রিপোর্টে মোতিলাল ওসওয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট পরিসংখ্যানের মাধ্যমে এই মিথকে ভাঙার চেষ্টা করেছে।
advertisement
মোতিলাল ওসওয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC)-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) দীর্ঘমেয়াদে আর্থিক লক্ষ্য পূরণের সবচেয়ে কার্যকর উপায়। রিপোর্টে বলা হয়েছে, যদি কোনও বিনিয়োগকারী ১০ বছর ধরে নিফটি ৫০০ ইনডেক্সে প্রতি মাসে SIP করে, তাহলে মাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন দামে বিনিয়োগকারীদের রিটার্নের মধ্যে ব্যবধান থাকে মাত্র ১.১৩%।
ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদনও এটিকে নিশ্চিত করে বলেছে, বাজারের সঠিক সময় বেছে নেওয়ার চেষ্টা করার চেয়ে নিয়মিত বিনিয়োগ করাই বেশি লাভজনক।
advertisement
advertisement
advertisement