সবাই ছেড়ে গেলেও 'ও' যাবে না! বছরের প্রথম দিন চিনে নিন নিজের আসল বন্ধুকে

Last Updated:
Emergency Fund: বিপদের সময় আপনার আসল বন্ধু কে, নতুন বছরের প্রথম দিন চিনে নিন।
1/5
আজ নতুন বছরের প্রথম দিন। গোটা বছর পড়ে রয়েছে। গোটা বছর আর্থিক দিক থেকে সুরক্ষিত থাকতে আপনাকেই পরিকল্পনা ফেলতে হবে। আর সেটা বছরের প্রথম দিন করে ফেলতে পারলে ভাল।
আজ নতুন বছরের প্রথম দিন। গোটা বছর পড়ে রয়েছে। গোটা বছর আর্থিক দিক থেকে সুরক্ষিত থাকতে আপনাকেই পরিকল্পনা ফেলতে হবে। আর সেটা বছরের প্রথম দিন করে ফেলতে পারলে ভাল।
advertisement
2/5
কথায় বলে, টাকা কারও বন্ধু হয় না। টাকা যখন যাঁর কাছে, তখন তাঁর। কথাটা সত্যি। তবে এখন যা দিনকাল, কে যে আপনার বন্ধু তা বোঝা বড় দায়! তবে টাকা আপনার বন্ধু হয়ে থাকতে পারে। সবাই ছেড়ে গেলেও আপনার টাকা যাবে না। তার জন্য সঠিক পথে পরিকল্পনা করে হবে আপনাকে।
কথায় বলে, টাকা কারও বন্ধু হয় না। টাকা যখন যাঁর কাছে, তখন তাঁর। কথাটা সত্যি। তবে এখন যা দিনকাল, কে যে আপনার বন্ধু তা বোঝা বড় দায়! তবে টাকা আপনার বন্ধু হয়ে থাকতে পারে। সবাই ছেড়ে গেলেও আপনার টাকা যাবে না। তার জন্য সঠিক পথে পরিকল্পনা করে হবে আপনাকে।
advertisement
3/5
বিপদের সময় আপনার পাশ থেকে অনেকেই সরে যাবে। তখন আপনার জমানো অর্থই আপনাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে। আর তার জন্য আপনাকে তৈরি রাখতে হবে এমার্জেন্সি ফান্ড।
বিপদের সময় আপনার পাশ থেকে অনেকেই সরে যাবে। তখন আপনার জমানো অর্থই আপনাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে। আর তার জন্য আপনাকে তৈরি রাখতে হবে এমার্জেন্সি ফান্ড।
advertisement
4/5
করোনা লকডাউনের সময় বহু মানুষ কাজ হারিয়েছেন। ছোট ব্যবসায়ীদের অবস্থা ছিল শোচনীয়। তবে অনেকের এমার্জেন্সি ফান্ড ছিল। তাঁরা বিপদ কাটিয়ে উঠতে পেরেছিলেন। লকডাউন আমাদের দেখিয়ে দিয়েছে, এমার্জেন্সি ফান্ড রাখা কতটা জরুরি! এমার্জেন্সি ফান্ড আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বিপদে পড়লে কারও সামনে হাত পাততে হবে না তা হলে।
করোনা লকডাউনের সময় বহু মানুষ কাজ হারিয়েছেন। ছোট ব্যবসায়ীদের অবস্থা ছিল শোচনীয়। তবে অনেকের এমার্জেন্সি ফান্ড ছিল। তাঁরা বিপদ কাটিয়ে উঠতে পেরেছিলেন। লকডাউন আমাদের দেখিয়ে দিয়েছে, এমার্জেন্সি ফান্ড রাখা কতটা জরুরি! এমার্জেন্সি ফান্ড আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বিপদে পড়লে কারও সামনে হাত পাততে হবে না তা হলে।
advertisement
5/5
উপার্জনের থেকে কিছু টাকা সরিয়ে রেখে তৈরি করতে পারেন এমার্জেন্সি ফান্ড। অথবা কিছু সম্পত্তি আপনাকে এই ফান্ড তৈরিতে সাহায্য করতে পারে। এমার্জেন্সি ফান্ড কঠিন সময়ে আপনার আসল বন্ধু হয়ে উঠতে পারে।
উপার্জনের থেকে কিছু টাকা সরিয়ে রেখে তৈরি করতে পারেন এমার্জেন্সি ফান্ড। অথবা কিছু সম্পত্তি আপনাকে এই ফান্ড তৈরিতে সাহায্য করতে পারে। এমার্জেন্সি ফান্ড কঠিন সময়ে আপনার আসল বন্ধু হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
advertisement