হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর ভুলে গিয়েছেন?এখন প্যান-আধার লিঙ্ক করাবেন কীভাবে

প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর ভুলে গিয়েছেন? এখন প্যান-আধার লিঙ্ক করাবেন কীভাবে?

  • 16

    প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর ভুলে গিয়েছেন? এখন প্যান-আধার লিঙ্ক করাবেন কীভাবে?

    আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক। ইতিমধ্যেই ৫ দফা সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, ৩০ জুনের মধ্যে আধার ও প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে। না হলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। এখন যদি প্যান কার্ড হারিয়ে যায় বা চুরি যায় তাহলে কী হবে?

    MORE
    GALLERIES

  • 26

    প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর ভুলে গিয়েছেন? এখন প্যান-আধার লিঙ্ক করাবেন কীভাবে?

    প্যান কার্ড বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর একটি দশ সংখ্যার আলফানিউমেরিক নম্বর। ভারতীয় নাগরিকদের জন্য আয়কর বিভাগ জারি করে। পরিচয় প্রমাণের বৈধ নথি হিসেবে এর ব্যবহার তো হয়ই, পাশাপাশি যে কোনও আর্থিক লেনদেন, ক্রয় এবং বিক্রয়, ভিসার জন্য আবেদন ইত্যাদি আরও অনেক ক্ষেত্রেই প্যান কার্ড অপরিহার্য। ফলে প্যান কার্ড হারিয়ে গেলে বা চুরি গেলে যে বিস্তর ঝামেলা পোহাতে হবে তাতে কোনও সন্দেহ নেই।

    MORE
    GALLERIES

  • 36

    প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর ভুলে গিয়েছেন? এখন প্যান-আধার লিঙ্ক করাবেন কীভাবে?

    তবে চিন্তার কিছু নেই। প্যান কার্ড হারিয়ে গেলে বা চুরি গেলে অফলাইন বা অনলাইনে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করা যায়। তবে সবার আগে প্যান কার্ড হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার কথা জানিয়ে থানায় এফআইআর করতে হবে। নিজের কাছে রাখতে হবে সেই এফআইআরের অনুলিপি। হারিয়ে যাওয়া প্যান কার্ড থেকে কোনও প্রতারণামূলক কাজ হলে এই অভিযোগপত্রই হবে রক্ষাকবচ।

    MORE
    GALLERIES

  • 46

    প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর ভুলে গিয়েছেন? এখন প্যান-আধার লিঙ্ক করাবেন কীভাবে?

    এরপর নতুন প্যান কার্ডের আবেদন পত্র নিয়ে যেতে হবে Protean eGov Technologies Limited বা TIN সুবিধা কেন্দ্রে। সংশ্লিষ্ট আধিকারিকের থেকে নিতে হবে ৪৯এ ফর্ম। সেটা পূরণ করে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং এফআইআর-এর কপি ফর্মের সঙ্গে জমা দিতে হবে। ফর্ম পূরণ করতে হবে সাবধানে। ভুল তথ্য থাকলে ফর্ম বাতিল হয়ে যাবে। ফর্মের উপরে ডানদিকের কোণে লাগাতে হবে পাসপোর্ট সাইজের ছবি। ফটোতে স্বাক্ষর করে দিতে হবে।

    MORE
    GALLERIES

  • 56

    প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর ভুলে গিয়েছেন? এখন প্যান-আধার লিঙ্ক করাবেন কীভাবে?

    এরপর অর্থপ্রদানের জন্য একটি ডিডি বা চেক সংযুক্ত করতে হবে এবং সেটা প্যান/প্রোটিন ইগোভ টেকনোলজিস লিমিটেড অফিসে জমা দিতে হবে। খামের উপরে লিখতে হবে ‘অ্যাপ্লিকেশন ফর প্যান চেঞ্জ রিকোয়েস্ট’। ডুপ্লিকেট প্যান কার্ড দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আবেদনকারীর দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে।

    MORE
    GALLERIES

  • 66

    প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর ভুলে গিয়েছেন? এখন প্যান-আধার লিঙ্ক করাবেন কীভাবে?

    প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক: এবার ডুপ্লিকেট প্যান কার্ড দিয়ে সহজেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নেওয়া যাবে। এর জন্য প্রথমে আয়কর বিভাগের ইফাইলিং ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in–এ যেতে হবে। এখানে মেন পেজে গিয়ে লিঙ্ক আধারে ক্লিক করলেই খুলে যাবে নতুন পেজ। এই পেজে প্যান এবং আধার নম্বর লিখতে হবে। এরপর নিচের ডানদিকে আসবে ভ্যালিডেট অপশন। তাতে ক্লিক করতে হবে। যদি নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি সব মিলে গেলেই ওটিপি আসবে। সেটা পূরণ করলেই কাজ শেষ। লিঙ্ক হয়ে যাবে প্যান এবং আধার কার্ড।

    MORE
    GALLERIES