আধারের সঙ্গে লিঙ্ক না করালে নিষ্ক্রিয় তো হবেই প্যান ! কী কী ঝামেলায় পড়তে হতে পারে আপনাকে?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কারও PAN নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী বিপত্তি হতে পারে?
PAN কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। এর আগে ৩১ মার্চ, ২০২৩ অবধি সময় দেওয়া হয়েছিল। কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে সেই সময়সীমা ৩০ জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে৷ বলা হয়েছে এই সময়ের মধ্যে যদি কেউ তাঁর PAN এবং আধার লিঙ্ক করাতে না পারেন, তাহলে তাঁর PAN কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিষ্ক্রিয় PAN সক্রিয় করার উপায়— ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে PAN-আধার লিঙ্ক করালেও ১০০০ টাকা ফি দিতে হবে। এই সময়সীমা পেরিয়ে গেলে- আয়কর পোর্টালে e-Pay Tax বিভাগে যেতে হবে। PAN কার্ড নম্বর এবং মোবাইল নম্বর দিলে OTP আসবে। OTP যাচাই করার পরে, একটি নতুন উইন্ডো খুলে যাবে যেখানে অন্য একটি পেমেন্ট টাইটেল দেখানো হবে। ‘Procced’ বোতামে ক্লিক করে ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ার-এর জন্য ৫০০ টাকা দিতে হবে। এরপর ট্যাক্স ব্রেক-আপে 'Other'-এ ১০০০ টাকা পূরণ করে পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে।