Post Office PPF Scheme: পোস্ট অফিস PPF স্কিমে প্রতি বছরে ৫০,০০০ টাকা জমা করলে ২৫ বছর পরে কত পাওয়া যাবে? দেখুন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Post Office PPF Scheme: দেশের সাধারণ মানুষকে আর্থিক নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার অনেক ধরনের সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প চালাচ্ছে। পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এই বিনিয়োগ স্কিমগুলির মধ্যে একটি।
বর্তমান সময়ে প্রায় সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। সুবিশাল রিটার্নের প্রসঙ্গে সবার আগে আমাদের মাথায় শেয়ার বাজারে বিনিয়োগের কথাই আসে। কিন্তু তা বাজারের ওঠা-পড়ার সঙ্গে যুক্ত, অতএব, ঝুঁকিমুক্ত নয়। নিরাপদ থাকতে চাইলে তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট দেশের কোটি কোটি মধ্যবিত্তের ভরসা।
advertisement
advertisement
দেশের সাধারণ মানুষকে আর্থিক নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার অনেক ধরনের সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প চালাচ্ছে। পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এই বিনিয়োগ স্কিমগুলির মধ্যে একটি। কেন্দ্রীয় সরকার বর্তমানে PPF-এ ৭.১ শতাংশ হারে বার্ষিক সুদ দিচ্ছে। বছরে অন্তত একবার পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে। কেউ যদি চায়, এক বছরে পিপিএফ অ্যাকাউন্টে এককালীন অর্থ বিনিয়োগ করতে পারে বা কিস্তিতেও টাকা জমা করতে পারে। এক বছরে পিপিএফ অ্যাকাউন্টে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫০ লাখ টাকা জমা করা যেতে পারে।
advertisement
PPF অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিওর হয় -PPF অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিওর হয়। তবে ইচ্ছা করলে একটি ফর্ম পূরণ করে পরবর্তী ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে। যে কোনও PPF অ্যাকাউন্ট ৫ বছরের জন্য সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। যে কোনও ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে। কেউ চাইলে নিজেদের নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারে। কেউ যদি PPF অ্যাকাউন্টে প্রতি বছর ৫০,০০০ টাকা জমা করে, তাহলে ২৫ বছর পর মোট ৩৪,৩৬,০০৫ টাকা পাবে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এতে নিজেদের বিনিয়োগের ১২,৫০,০০০ টাকা এবং সুদের ২১,৮৬,০০৫ টাকা অন্তর্ভুক্ত রয়েছে৷
advertisement
পিপিএফ অ্যাকাউন্টে জমা করা প্রতিটি টাকা নিরাপদ -পিপিএফ একটি সরকারি প্রকল্প। অতএব, এই অ্যাকাউন্টে জমা করা প্রতিটি পয়সা সম্পূর্ণ নিরাপদ। পিপিএফ অ্যাকাউন্টে নির্দিষ্ট এবং গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যাবে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, পিপিএফ অ্যাকাউন্ট খোলার পরে, ৫ বছরের আগে টাকা তোলা যাবে না। শুধু তাই নয়, ৫ বছর পরেও, গুরুতর অসুস্থতা, বাচ্চাদের পড়ালেখার মতো নির্দিষ্ট পরিস্থিতিতেই শুধুমাত্র পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। পিপিএফ অ্যাকাউন্টের মাধ্যমে লোনের সুবিধাও পাওয়া যেতে পারে।