MSSC স্কিমে স্ত্রীর নামে ২ লাখ টাকা বিনিয়োগ করছেন? ম্যাচিউরিটিতে কত রিটার্ন পাবেন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
MSSC Scheme: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে যে কোনও মহিলা ১,০০০ টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। সুদের হার ৭.৫ শতাংশ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একইভাবে যদি কেউ দেড় লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে সুদ থেকে আয় হবে ২৪,০৩৩ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি ১,৭৪,০৩৩ টাকা হাতে পাবেন। ১ লাখ টাকা বিনিয়োগ করলে সুদ থেকে তিনি ১৬,০২২ টাকা পাবেন। সুদ ও আসল মিলিয়ে রিটার্ন মিলবে ১,১৬,০২২ টাকা। আর ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে ৮,০১১ টাকা লাভ মিলবে। মেয়াদ শেষে হাতে আসবে ৫৯,০১১ টাকা।
advertisement
অকাল প্রত্যাহারের সুবিধা রয়েছে। ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিতে পারেন গ্রাহক। তবে অ্যাকাউন্ট খোলার ১ বছর পরই এই সুবিধা পাওয়া যাবে। নিয়ম অনুযায়ী, জমা টাকার ৪০ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারবেন বিনিয়োগকারী। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৬ মাস পর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়। তবে এক্ষেত্রে ৫.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।