Fixed Deposit Interest Rate: BOB-তে ১২ মাসের জন্য ২ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করছেন? কত রিটার্ন পাবেন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
BoB Fixed Deposit: বাজার সংযুক্ত বিনিয়োগ যেমন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে লাভের পাশাপাশি ঝুঁকিও থাকে। বাজার উঠলে লাভ বাড়ে। কিন্তু বাজার পড়লে লোকসানও সইতে হয়।
advertisement
বাজার সংযুক্ত বিনিয়োগ যেমন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে লাভের পাশাপাশি ঝুঁকিও থাকে। বাজার উঠলে লাভ বাড়ে। কিন্তু বাজার পড়লে লোকসানও সইতে হয়। ফিক্সড ডিপোজিটে তা নয়। এর সঙ্গে বাজারের কোনও যোগ নেই। বিনিয়োগের সময়ই সুদের হার নির্দিষ্ট হয়ে যায়। ফলে বাজার উঠুক বা পড়ুক,তার কোনও প্রভাব বিনিয়োগে পড়ে না। অর্থাৎ বিনিয়োগকারী নিশ্চিতভাবে জানেন যে নির্দিষ্ট সময় শেষে তিনি ঠিক কত টাকা হাতে পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ১২ মাস মেয়াদে ৬.৮৫ শতাংশ সুদের হারে একবছরে মূলধনী লাভ হবে ১৩,৯৫০ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি ২,১৩,৯৫০ টাকা হাতে পাবেন। একই মেয়াদে ৭.৩৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। তাঁদের রিটার্ন তুলনামূলকভাবে বেশি হবে। হিসেব অনুযায়ী, ১২ মাস মেয়াদে তাঁরা সুদ থেকে ১৫,০০৪ টাকা পাবেন। ফলে সুদ এবং আসল মিলিয়ে তিনি হাতে পাবেন ২,১৫,০০৪ টাকা।
advertisement