Sukanya Samriddhi: কন্যা সন্তানের জন্য দারুণ প্রকল্প, বুধবারই শেষ দিন টাকা না জমা দিলে জরিমানার মুখোমুখি!

Last Updated:
জরিমানা না দিতে হলে করতে হবে এই কাজটি
1/7
মেয়ের ভবিষ্যতের জন্য যদি সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) প্রকল্প করা থাকে তাহলে আজই শেষ দিন বা শেষ সুযোগ যেখানে পেনাল্টি বা জরিমানা দিতে হবেনা ৷ ৩১ মার্চ ২০২১, পরে টাকা জমা দিলে দিতে হবে জরিমানা ৷ প্রতীকী ছবি ৷
মেয়ের ভবিষ্যতের জন্য যদি সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) প্রকল্প করা থাকে তাহলে আজই শেষ দিন বা শেষ সুযোগ যেখানে পেনাল্টি বা জরিমানা দিতে হবেনা ৷ ৩১ মার্চ ২০২১, পরে টাকা জমা দিলে দিতে হবে জরিমানা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) প্রকল্পের অন্তর্গত কমপক্ষে ৫০০ টাকা ও সর্বাদিক ১.৫ টাকা মেয়ের নামে জমা করতে পারেন কোনও ব্যক্তি ৷ প্রতীকী ছবি ৷
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) প্রকল্পের অন্তর্গত কমপক্ষে ৫০০ টাকা ও সর্বাদিক ১.৫ টাকা মেয়ের নামে জমা করতে পারেন কোনও ব্যক্তি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
বছর যদি ন্যূনতম ২৫০ টাকা জমা না করা হয় সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ যত বছর অ্যাকাউন্ট জমা থাকবে ততদিন বাৎসরিক ৫০ টাকা জরিমানা দিতে হবে সঙ্গে অ্যাকাউন্ট ফের চালু করার সুযোগ থাকবে ৷ প্রতীকী ছবি ৷
বছর যদি ন্যূনতম ২৫০ টাকা জমা না করা হয় সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ যত বছর অ্যাকাউন্ট জমা থাকবে ততদিন বাৎসরিক ৫০ টাকা জরিমানা দিতে হবে সঙ্গে অ্যাকাউন্ট ফের চালু করার সুযোগ থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
১ এপ্রিল থেকে সুকন্যা সমৃদ্ধিতে (Suknaya Samriddhi) নতুন সুদের হার কার্যকর হবে ৷ এই প্রকল্পে মাসে ৩,০০০ টাকা করে বছরে ৩৬,০০০ টাকা জমানো শুরু করলে ১৪ বছরে ৭.৬ শতাংশ হারে ৯,১১,৫৭৪ টাকা পাওয়া যাবে ৷ ২১ বছর অর্থাৎ টাকা ম্যাচিউর হলে ১৫,২২,২২১ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
১ এপ্রিল থেকে সুকন্যা সমৃদ্ধিতে (Suknaya Samriddhi) নতুন সুদের হার কার্যকর হবে ৷ এই প্রকল্পে মাসে ৩,০০০ টাকা করে বছরে ৩৬,০০০ টাকা জমানো শুরু করলে ১৪ বছরে ৭.৬ শতাংশ হারে ৯,১১,৫৭৪ টাকা পাওয়া যাবে ৷ ২১ বছর অর্থাৎ টাকা ম্যাচিউর হলে ১৫,২২,২২১ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) প্রকল্পে মাসে যদি ১২,৫০০ টাকা করে বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে ১৪ বছরে ৭.৬ শতাংশ হারে ৩৭,৯৮, ২২৫ টাকা পাওয়া যাবে ৷ এরপরে ৭ বছরে ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং হারে রিটার্ন পাওয়া যাবে ৷ ২১ বছরে ম্যাচিউরিটিতে ৬৩,৪২,৫৮৯ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) প্রকল্পে মাসে যদি ১২,৫০০ টাকা করে বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে ১৪ বছরে ৭.৬ শতাংশ হারে ৩৭,৯৮, ২২৫ টাকা পাওয়া যাবে ৷ এরপরে ৭ বছরে ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং হারে রিটার্ন পাওয়া যাবে ৷ ২১ বছরে ম্যাচিউরিটিতে ৬৩,৪২,৫৮৯ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) প্রকল্পের অন্তর্গত শিশু কন্যার নামে এই অ্যাকাউন্ট করা যেতে পারে ৷ ১৮ বা ২১ বছর পরে বিয়ে পর্যন্ত চালানো যাবে অ্যাকাউন্ট ৷ প্রতীকী ছবি ৷
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) প্রকল্পের অন্তর্গত শিশু কন্যার নামে এই অ্যাকাউন্ট করা যেতে পারে ৷ ১৮ বা ২১ বছর পরে বিয়ে পর্যন্ত চালানো যাবে অ্যাকাউন্ট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) যোজনার অন্তর্গত অ্যাকাউন্ট খুলতে গেলে পোস্ট অফিস বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে ৷ এর জন্য মেয়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট (Birth Certificate), শিশু কন্যার বাবা-মায়ের প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট (Pan Card, Aadhaar Card, Driving License, Passport, Ration Card) সেখানে বসবাস করেন সেই বিষয়েরও নথি প্রয়োজন (পাসপোর্ট, রেশন কার্ড, বিদ্যুতের বিল, টেলিফোন বিল বা জলের বিল জমা দিতে হবে) (Pan Card, Aadhaar Card, Driving License, Passport, Ration Card, Telephone Bill, Water Bill, Electricity Bill)৷ প্রতীকী ছবি ৷
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) যোজনার অন্তর্গত অ্যাকাউন্ট খুলতে গেলে পোস্ট অফিস বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে ৷ এর জন্য মেয়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট (Birth Certificate), শিশু কন্যার বাবা-মায়ের প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট (Pan Card, Aadhaar Card, Driving License, Passport, Ration Card) সেখানে বসবাস করেন সেই বিষয়েরও নথি প্রয়োজন (পাসপোর্ট, রেশন কার্ড, বিদ্যুতের বিল, টেলিফোন বিল বা জলের বিল জমা দিতে হবে) (Pan Card, Aadhaar Card, Driving License, Passport, Ration Card, Telephone Bill, Water Bill, Electricity Bill)৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement