Sukanya Samriddhi: কন্যা সন্তানের জন্য দারুণ প্রকল্প, বুধবারই শেষ দিন টাকা না জমা দিলে জরিমানার মুখোমুখি!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
জরিমানা না দিতে হলে করতে হবে এই কাজটি
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সুকন্যা সমৃদ্ধি (Suknaya Samriddhi) যোজনার অন্তর্গত অ্যাকাউন্ট খুলতে গেলে পোস্ট অফিস বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে ৷ এর জন্য মেয়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট (Birth Certificate), শিশু কন্যার বাবা-মায়ের প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট (Pan Card, Aadhaar Card, Driving License, Passport, Ration Card) সেখানে বসবাস করেন সেই বিষয়েরও নথি প্রয়োজন (পাসপোর্ট, রেশন কার্ড, বিদ্যুতের বিল, টেলিফোন বিল বা জলের বিল জমা দিতে হবে) (Pan Card, Aadhaar Card, Driving License, Passport, Ration Card, Telephone Bill, Water Bill, Electricity Bill)৷ প্রতীকী ছবি ৷