এই কাজটি না করে থাকলে আটকে যাবে আপনার PF-এর টাকা !

Last Updated:
EPFO তাদের ট্যুইট হ্যান্ডেলে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ৷
1/4
অনলাইন ক্লেম সেটেলমেন্টের জেরে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা আগের থেকে এখন অনেকটাই সহজ ৷  কিন্তু এখনও ৫০ শতাংশ ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা রয়েছেন যারা UAN এর সঙ্গে KYC যুক্ত করেনি ৷ এই ক্ষেত্রে এখন অসুবিধা না হলেও টাকা তোলা বা ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ EPFO তাদের ট্যুইট হ্যান্ডেলে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ৷ আপনি যদি পিএফ থেকে টাকা তুলতে চান এবং আপনার কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে মাত্র ৩ দিনের মধ্যে ইপিএফও এই প্রক্রিয়া শুরু করে দেবে ৷ এরপর পিএফের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে ৷
অনলাইন ক্লেম সেটেলমেন্টের জেরে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা আগের থেকে এখন অনেকটাই সহজ ৷ কিন্তু এখনও ৫০ শতাংশ ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা রয়েছেন যারা UAN এর সঙ্গে KYC যুক্ত করেনি ৷ এই ক্ষেত্রে এখন অসুবিধা না হলেও টাকা তোলা বা ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ EPFO তাদের ট্যুইট হ্যান্ডেলে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ৷ আপনি যদি পিএফ থেকে টাকা তুলতে চান এবং আপনার কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে মাত্র ৩ দিনের মধ্যে ইপিএফও এই প্রক্রিয়া শুরু করে দেবে ৷ এরপর পিএফের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে ৷
advertisement
2/4
UAN এ কেওয়াইসি করানোর জন্য UAN পোর্টাল ব্যবহার করতে হবে ৷ প্রথমে পোর্টালে গিয়ে KYC অপশনে ক্লিক করুন ৷ এরপর প্যান, আধার, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেকশনে একটি একটি করে ক্লিক করুন ৷ আপনার তথ্য দিয়ে সাবমিট করুন ৷ আপনার প্যান ও আধার যুক্ত হয়ে গেলেও আপনার এমপ্লয়ারকে সেটি ভেরিফাই করতে হবে ৷ ভেরিফিকেশনের পর আপনি এর সুবিধা নিতে পারবেন ৷
UAN এ কেওয়াইসি করানোর জন্য UAN পোর্টাল ব্যবহার করতে হবে ৷ প্রথমে পোর্টালে গিয়ে KYC অপশনে ক্লিক করুন ৷ এরপর প্যান, আধার, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেকশনে একটি একটি করে ক্লিক করুন ৷ আপনার তথ্য দিয়ে সাবমিট করুন ৷ আপনার প্যান ও আধার যুক্ত হয়ে গেলেও আপনার এমপ্লয়ারকে সেটি ভেরিফাই করতে হবে ৷ ভেরিফিকেশনের পর আপনি এর সুবিধা নিতে পারবেন ৷
advertisement
3/4
 কেওয়াইসি করা থাকলে অ্যাকাউন্ট হোল্ডাররা সহজেই টাকা ট্রান্সফার বা তুলে নিতে পারবেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল আপডেট না করা থাকলে ক্লেম রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে ৷ KYC না থাকলে ইপিএফও-র তরফে কোনও এসএমএস অ্যালার্ট পাবেন না অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ ইপিএফও পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ গিয়ে আপডেট করুন আপনার কেওয়াইসি ৷
কেওয়াইসি করা থাকলে অ্যাকাউন্ট হোল্ডাররা সহজেই টাকা ট্রান্সফার বা তুলে নিতে পারবেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল আপডেট না করা থাকলে ক্লেম রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে ৷ KYC না থাকলে ইপিএফও-র তরফে কোনও এসএমএস অ্যালার্ট পাবেন না অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ ইপিএফও পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ গিয়ে আপডেট করুন আপনার কেওয়াইসি ৷
advertisement
4/4
UAN এর সঙ্গে KYC তে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, প্যান ও মোবাইল নম্বর সামিল রয়েছে ৷ কেওয়াইসি করা থাকলে মোবাইল থেকেই নিজের পিএফ অ্যাকাউন্ট সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷
UAN এর সঙ্গে KYC তে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, প্যান ও মোবাইল নম্বর সামিল রয়েছে ৷ কেওয়াইসি করা থাকলে মোবাইল থেকেই নিজের পিএফ অ্যাকাউন্ট সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷
advertisement
advertisement
advertisement