নিজের বাড়ি থাকলেই মিলবে পেনশন, এসবিআই সহ একাধিক ব্যাঙ্কের বড় প্রকল্প
Last Updated:
সাধারণত বেশিরভাগ মানুষই বাড়ি তৈরিতেই জীবনে বেশিরভাগ সঞ্চয়ই শেষ করে ফেলেন ৷ তারপরে এই খরচ, সেই খরচ করে অবসরের পরে আর কোনও কিছুই থাকেনা নিজের জন্য ৷ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের পেনশনের চিন্তা একটা তেকেই যায় তবে এবার থেকে আর পেনশনের জন্য টেনশন নিতে হবেনা ৷ কাজ থেকে অবসরের পরে আপনার বসত বাড়ি থাকলেই এসবিআই ও পিনএবি আপনাকে পেনশন দেবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement
advertisement
কে কে এই সুবিধা পাবেন ? এই দেশের অধিবাসী যাঁরা বয়স ৬০ বছর বয়সী এই প্রকল্পের মাধ্যমে ঘর বন্দক রাখতে পারেন ৷ স্বামী ও স্ত্রী আবেদন করে থাকেন তবে স্ত্রীর বয়স হতে হবে ৫৮ বছর ৷ এই প্রল্পের মাধ্যমে আবেদককে ১০ বা ১৫ বছরের জন্য মাসে একটি অঙ্কের টাকা দেবে প্রতি মাসে ৷ এই প্রকল্পের মাধ১মে ৩ লক্ষ থেকে ১ কোটি টাকা ঋণ দেবে ব্যাঙ্ক ৷ মহিলার ও অন্যদের জন্য বছরে ১১ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ৷ এসবিআই বছরে ১০ শতাংশ হারে সুদের উপরে ঋণ দেয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement