এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে শীঘ্রই বদলে ফেলুন এইগুলো...
Last Updated:
দেশের প্রাইভেট ব্যাঙ্ক আইডিএফসি ব্যাঙ্ক ও NBFC এর মার্জার হয়ে গিয়েছে ৷ যাদের প্রায় ৫০ লক্ষের বেশি গ্রাহক রয়েছে ৷ IDFC ব্যাঙ্কের নতুন নাম IDFC ফার্স্ট ব্যাঙ্ক হয়ে গিয়েছে ৷ এই মার্জারের জেরে আইডিএফসি তাদের সম্পত্তি দ্রুত গতিতে বাড়াতে পারবে ৷ বি বৈদ্যনাথন নতুন ব্যাঙ্কের এমডি ও সিইও হবেন বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই বৈদ্যনাথনকে এমডি ও সিইও করার অনুমোদন দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ রাজীব লাল ব্যাঙ্কের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান ৷ গ্রামীণ এলাকায় ব্যাঙ্কের ১০০টি শাখা রয়েছে ৷ বর্তমানে ব্যাঙ্কের ২০০ শাখা রয়েছে ৷
advertisement
বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্যাঙ্কের গ্রাহকদের উপর এর বিশেষ কোনও প্রভাব পড়বে না ৷ কারণ ব্যাঙ্ক নিজেই চেকবুক বদলে দেবে ৷ পাশাপাশি পাসবুক ও চেকবুক বদলানোর জন্য গ্রাহকদের বেশি সময় দেওয়া হবে ৷ গ্রাহকদের এই বিষয়ে সমস্ত তথ্য এসএমএস, ইমেল ও ফোনের মাধ্যমে জানানো হবে ৷ তাই আপনার যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে বদলে ফেলুন আপনার পাসবুক ও চেকবুক ৷ কারণ মার্জারের পর পুরনো চেক ও পাসবুক কার্যকর থাকবে না ৷ তবে গ্রাহকদের যাতে অসুবিধা না হয় সেই জন্য তাদের একটি সময়সীমা দেওয়া হবে বদলানোর জন্য ৷
advertisement
advertisement