

• প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম- এই স্কিমে দু’টি খাতে বছরে মোট ৬ হাজার টাকা ১২ কোটি কৃষককে দেওয়া হবে ৷ এই যোজনায় যে কৃষকদের কাছে ২ হেক্টর জমি রয়েছে তাদের বছরে ৬০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ ছবি: পিক্স্যাবে ৷


• আগে এই স্কিমের প্রথম কিস্তির জন্য আধার বাধ্যতামূলক ছিল না ৷ কিন্তু পরে দ্বিতীয় কিস্তির জন্য আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে ৷ তবে বায়োমেট্রিক ভেরিফিকেশনে ছাড় দেওয়া হয়েছে ৷ ছবি: পিক্স্যাবে ৷


• ১০ মর্চের আগে যাঁরা নাম নথিভুক্ত করেছেন তাঁরা প্রথম কিস্তির ৪০০০ টাকা পেয়ে যাবেন জুন মাসে ৷ ছবি: পিক্স্যাবে ৷


• প্রথমে ঠিক ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ২০০০ টাকা দেওয়া হবে ৷ পরে এই পরিকল্পনা বাতিল করে ঠিক হয়েছে ৪০০০ টাকা করে দেওয়া হবে ৷ ছবি: পিক্স্যাবে ৷


• লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে ৷ ফলে ভোটের নির্বাচনী বিধিও লাগু হয়ে গিয়েছে ৷ তাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের টাকা দেওয়া এখন বন্ধ আছে ৷ মে মাসে কোড অব কনডাক্ট শেষ হয়ে যাওয়ার পর ৭০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই স্কিমের টাকা ঢুকে যাবে ৷ ছবি: পিক্স্যাবে ৷


• তবে যদি কোনওভাবে আপনার প্রাপ্য টাকা আটকে গিয়ে থাকে বা এই স্কিমের সুযোগ সুবিধা পাওয়া নিয়ে কোনও সমস্যা থেকে থাকে, তাহলে রয়েছে হেল্পলাইন নম্বর ও ই-মেল আইডি ৷ ছবি: পিক্স্যাবে ৷


• রেভিন্যুউ অফিসার, এগ্রিকালচার অফিসার বা PM-KISAN Help Desk-এ অভিযোগ দায়ের করতে পারেন ৷ মেল করতে পারেন pmkisan-ict@gov.in -এ ৷ এছাড়াও 011-23381092 এই নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা বলতে পারেন ৷ ছবি: পিক্স্যাবে ৷


• এছাড়াও ফার্মার ওয়েলফেয়ার সেকশন-এর ফোন নম্বর রয়েছে 011-23382401 ৷ ইমেল রয়েছে pmkisan-hqrs@gov.in ৷ ৪.৭৬ কোটি কৃষক ৯ মার্চ পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন ৷ ছবি: পিক্স্যাবে ৷