Money Making Tips: ৫০ দিনেই হবে দারুণ লাভ, ঢেঁড়শ চাষ করতে হবে ঠিক 'এইভাবে'
- Published by:Suman Majumder
- local18
Last Updated:
দেশ আমাদের কৃষিপ্রধান। কিন্তু, কৃষিকাজ মোটেও সহজ কাজ নয়। কেন না, তা বেশ কয়েকটি শর্তাবলীর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তার মধ্যে আবহাওয়া হল অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
কলকাতা: দেশ আমাদের কৃষিপ্রধান। কিন্তু, কৃষিকাজ মোটেও সহজ কাজ নয়। কেন না, তা বেশ কয়েকটি শর্তাবলীর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তার মধ্যে আবহাওয়া হল অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সব আবহাওয়ায় সব চাষ সম্ভব হয় না কৃষকদের পক্ষে। সেই জন্যই বছরের একেক সময়ে একেক রকমের ফসল বাজারে আসে। সে কথা মাথায় রেখে কৃষিকাজ পরিচালনা করা উচিত, যাতে কৃষককে লোকসানের সম্মুখীন হতে না হয়।
advertisement
তার পাশাপাশি এটাও দেখতে হবে যে বাজারে কোন কোন ফসলের চাহিদা ভাল থাকে। বাজার যদি না নেয়, তাহলে তো সব পরিশ্রমই বৃথা! এই দিক থেকে বিচার করে দেখলে বলাই যায় যে বাজারে ঢেঁড়শের চাহিদা সবসময়ই থাকে এবং কৃষকরা ভাল দামও পান। তবে মে বা জুন মাসই হল ঢেঁড়শ চাষের আসল সময়। এই সময় কৃষকদের কেবল উন্নত জাতের বীজ নির্বাচন করা উচিত।
advertisement
advertisement
মোরাদাবাদের কৃষি বিজ্ঞানী ড. দীপক মেহেন্দি রত্তা বলেন যে, ঢেঁড়শ বপনের আগে, জমি গভীর ভাবে খোঁড়া প্রয়োজন। এর জন্য লাঙ্গল ব্যবহার করা উচিত। এর পরে, মাটি হালকা করার জন্য সূর্যালোকের সংস্পর্শে আসতে দিতে হবে। এরপর মাটি নরম হতে দিতে হবে, তারপর আবার ভাল করে খুঁড়তে হবে, যেন মাটি একবারে নরম ও ঝুরঝুরে হয়।
advertisement
advertisement