ম্যাচিউরিটির আগে বন্ধ করতে চাইছেন পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট? তাহলে কত টাকা লোকসান হবে জানেন ?

Last Updated:
পোস্ট অফিস আরডি-তে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁদের কয়েকটি বিষয় জেনে রাখাও আবশ্যক।
1/7
সম্প্রতি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (আরডি)-এর উপর সুদের হার বৃদ্ধি পেয়েছে। আগে এই সুদের হার ছিল ৬.৫%। এখন তা বেড়ে হয়েছে ৬.৭%। গত ১ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে এই হার কার্যকর হয়েছে। এমতাবস্থায় যাঁরা পোস্ট অফিস আরডি-তে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁদের কয়েকটি বিষয় জেনে রাখাও আবশ্যক।
সম্প্রতি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (আরডি)-এর উপর সুদের হার বৃদ্ধি পেয়েছে। আগে এই সুদের হার ছিল ৬.৫%। এখন তা বেড়ে হয়েছে ৬.৭%। গত ১ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে এই হার কার্যকর হয়েছে। এমতাবস্থায় যাঁরা পোস্ট অফিস আরডি-তে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁদের কয়েকটি বিষয় জেনে রাখাও আবশ্যক।
advertisement
2/7
এফডি-র মতো আরডি-ও বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত বিকল্প। এর বিনিয়োগের এই বিকল্পের ক্ষেত্রে সবথেকে ভরসার জায়গা হল পোস্ট অফিস। রেকারিং ডিপোজিট বা আরডি-তে বিনিয়োগ করতে হয় মাসে মাসে। আর মেয়াদপূর্তিতে বিনিয়োগকারী সুদ-সহ পুরো টাকাটাই পেয়ে যাবেন। ব্যাঙ্কে বিভিন্ন সময়সীমার জন্য আরডি বিকল্প পাওয়া যায়। পোস্ট অফিসে বিনিয়োগকারী আরডি শুরু করলে তা ৫ বছরের জন্য করতে হবে।
এফডি-র মতো আরডি-ও বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত বিকল্প। এর বিনিয়োগের এই বিকল্পের ক্ষেত্রে সবথেকে ভরসার জায়গা হল পোস্ট অফিস। রেকারিং ডিপোজিট বা আরডি-তে বিনিয়োগ করতে হয় মাসে মাসে। আর মেয়াদপূর্তিতে বিনিয়োগকারী সুদ-সহ পুরো টাকাটাই পেয়ে যাবেন। ব্যাঙ্কে বিভিন্ন সময়সীমার জন্য আরডি বিকল্প পাওয়া যায়। পোস্ট অফিসে বিনিয়োগকারী আরডি শুরু করলে তা ৫ বছরের জন্য করতে হবে।
advertisement
3/7
এবার ধরা যাক পোস্ট অফিসে কেউ আরডি শুরু করলেন। কিন্তু ৫ বছরের মেয়াদপূর্তির আগেই যদি তাঁর টাকার দরকার হয়, তাহলে কী নিয়ম প্রযোজ্য হবে? আবার কেউ যদি ৫ বছরের পরেও আরডি চালাতে চান, তাহলেই বা কী কী নিয়ম প্রযোজ্য হবে? সেই বিষয়টাই জেনে নেওয়া যাক।
এবার ধরা যাক পোস্ট অফিসে কেউ আরডি শুরু করলেন। কিন্তু ৫ বছরের মেয়াদপূর্তির আগেই যদি তাঁর টাকার দরকার হয়, তাহলে কী নিয়ম প্রযোজ্য হবে? আবার কেউ যদি ৫ বছরের পরেও আরডি চালাতে চান, তাহলেই বা কী কী নিয়ম প্রযোজ্য হবে? সেই বিষয়টাই জেনে নেওয়া যাক।
advertisement
4/7
মেয়াদপূর্তির আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া: নিয়ম অনুযায়ী, পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টের মেয়াদ ৫ বছর। কিন্তু প্রয়োজনে অ্যাকাউন্ট খোলার সময় থেকে তিন বছর পরে বিনিয়োগকারী সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। তবে মেয়াদপূর্তির এক দিন আগেও যদি গ্রাহক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চান, তাহলে তাঁকে সাম্প্রতিক হারে সুদ দেওয়া হবে না।
মেয়াদপূর্তির আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া: নিয়ম অনুযায়ী, পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টের মেয়াদ ৫ বছর। কিন্তু প্রয়োজনে অ্যাকাউন্ট খোলার সময় থেকে তিন বছর পরে বিনিয়োগকারী সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। তবে মেয়াদপূর্তির এক দিন আগেও যদি গ্রাহক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চান, তাহলে তাঁকে সাম্প্রতিক হারে সুদ দেওয়া হবে না।
advertisement
5/7
অর্থাৎ ৬.৭ শতাংশ হারে সুদ তিনি পাবেন না। তবে সেক্ষেত্রে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট স্কিমের সমান হারে সুদ পাওয়া যাবে। ওই অ্যাকাউন্টে বর্তমানে ৪% হারে সুদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতে মেয়াদপূর্তির আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ৪% হারে সুদ পাওয়া যাবে।
অর্থাৎ ৬.৭ শতাংশ হারে সুদ তিনি পাবেন না। তবে সেক্ষেত্রে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট স্কিমের সমান হারে সুদ পাওয়া যাবে। ওই অ্যাকাউন্টে বর্তমানে ৪% হারে সুদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতে মেয়াদপূর্তির আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ৪% হারে সুদ পাওয়া যাবে।
advertisement
6/7
অ্যাকাউন্টের সময়সীমা বৃদ্ধি: ৫ বছর মেয়াদের পরেও যদি কেউ আরডি অ্যাকাউন্ট চালিয়ে যেতে চান, তাহলে পোস্ট অফিসে একটি আবেদন জমা দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সময়ে যে হারে সুদের হার পাওয়া যাচ্ছিল, অ্যাকাউন্টের সময়সীমা বাড়ালেও সেই সুদের হারই মিলবে।
অ্যাকাউন্টের সময়সীমা বৃদ্ধি: ৫ বছর মেয়াদের পরেও যদি কেউ আরডি অ্যাকাউন্ট চালিয়ে যেতে চান, তাহলে পোস্ট অফিসে একটি আবেদন জমা দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সময়ে যে হারে সুদের হার পাওয়া যাচ্ছিল, অ্যাকাউন্টের সময়সীমা বাড়ালেও সেই সুদের হারই মিলবে।
advertisement
7/7
আর সময়সীমা বাড়ানো অ্যাকাউন্ট যে কোনও সময় বন্ধ করা যায়। তবে বন্ধ করার ক্ষেত্রে গোটা একটি বছর চালানো উচিত। এক বছরের কম মেয়াদ হলে কিন্তু তাতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারই প্রযোজ্য হবে। তাই আরডি-র সময়সীমা বাড়ালেও এক, দুই কিংবা তিন বছর সম্পূর্ণ করতে হবে।
আর সময়সীমা বাড়ানো অ্যাকাউন্ট যে কোনও সময় বন্ধ করা যায়। তবে বন্ধ করার ক্ষেত্রে গোটা একটি বছর চালানো উচিত। এক বছরের কম মেয়াদ হলে কিন্তু তাতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারই প্রযোজ্য হবে। তাই আরডি-র সময়সীমা বাড়ালেও এক, দুই কিংবা তিন বছর সম্পূর্ণ করতে হবে।
advertisement
advertisement
advertisement