পুজোয় গাড়ি কেনার কথা ভাবছেন? ন্যূনতম কত স্যালারি হলে Car Loan পাওয়া যায় ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Car Loan পাওয়ার জন্য ন্যূনতম কত বেতন হতে হবে ?
advertisement
advertisement
advertisement
কম বেতনে কত দামের গাড়ি কেনা উচিত: ধরে নেওয়া যাক, মাসিক বেতন ৩০ হাজার টাকা। তাহলে এমন গাড়ি পছন্দ করতে হবে যাতে লোনের মেয়াদ কমে সঙ্গে বেশি ইএমআই দিতে না হয়। এক্ষেত্রে ৪ লক্ষ টাকা থেকে ৫.৫ লক্ষ টাকা দামের মধ্যেই থাকা উচিত। এই রেঞ্জের গাড়িতে খুব বেশি ডাউন পেমেন্ট দিতে হয় না। ইএমআই-ও কম পড়ে। Maruti Suzuki Alto, Maruti S-Presso, Maruti Celerio-এর মতো গাড়ি এই দামের মধ্যে পাওয়া যাচ্ছে।
advertisement
৩০ হাজার টাকা বেতনে Maruti Alto K10 STD-ও কেনা যায়। এক্স শো রুম দাম ৩,৯৯,০০০ টাকা। অন রোড দাম পড়বে ৪,৫৫,২৫৪ টাকা। এখন যদি গ্রাহক ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে ৩,৫৫,২৫৪ টাকার লোন নিতে হবে। ৭ বছর মেয়াদে ৯ শতাংশ হারে এই লোন পাওয়া যাবে খুব সহজেই। কার লোন ক্যালকুলেটর অনুযায়ী এর জন্য প্রতি মাসে ৫,৭১৬ টাকা ইএমআই দিতে হবে।