প্যান-আধার এখনও লিঙ্ক করা হয়নি, তাহলে কি ITR ফাইল করা যাবে না? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
জেনে নেওয়া যাক কী বলছে আয়কর বিভাগ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট!
advertisement
advertisement
advertisement
আসলে গত মাসে যাঁরা প্যান-আধার লিঙ্ক করাননি, তাঁদের প্যান নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই নিয়ে বেশ উদ্বেগে রয়েছেন এনআরআই এবং ওসিআই-রা। যদিও তাঁরা এই প্যান-আধার লিঙ্কিংয়ের আওতা থেকে ছাড় পেয়েছেন। তবে তাঁদের সেই উদ্বেগের বিষয়ে কথা বলতে গিয়েই আয়কর বিভাগ এই নির্দেশের কথা জানিয়েছে।
advertisement
advertisement
তাঁদের জন্য উচ্চ সুদের হারে টিডিএস এবং টিসিএস সংগ্রহ করা হবে। আয়কর বিভাগ সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে যে, ইন-অপারেটিভ প্যান কার্ডধারী এনআরআই, ওসিআই এবং বিদেশি নাগরিকদের বসবাসের অবস্থা তাঁদের সংশ্লিষ্ট জেএও দিতে হবে। তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টও প্রদান করতে হবে। এভাবেই প্যান ডেটাবেসে তাঁরা রেসিডেন্সিয়াল স্টেটাস আপডেট করার আবেদন জানাতে পারেন।
advertisement
প্রসঙ্গত প্যানের সঙ্গে বায়োমেট্রিক আধার লিঙ্কিংয়ের শেষ দিন ছিল ৩০ জুন, ২০২৩ তারিখ। এর জন্য অবশ্য তাঁদের ১০০০ টাকার লেট ফি দিতে হয়েছে। তবে যাঁরা নির্ধারিত সময়সীমার মধ্যে আধার আর প্যান লিঙ্ক করতে ব্যর্থ হয়েছেন, তাঁদেরকে আয়কর কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জানাতে হবে। এখনও অবশ্য জরিমানা প্রদান করে ইন্টারলিঙ্কিং করা যাবে।