এবারও Aadhaar-Pan লিঙ্ক না করালে কী হবে? আয়কর বিভাগের নয়া সাবধানবাণীতে চোখ রাখলে লাভ আপনারই!

Last Updated:
সোজা কথায়, ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত যাঁরা প্যান কার্ড পেয়েছেন তাঁদের ৩০ জুনের মধ্যে আধার ও প্যান লিঙ্ক করাতে হবে।
1/11
আধার ও প্যান লিঙ্কের শেষ তারিখ ৩০ জুন, ২০২৩। হাতে আর দিন দশেক সময়। করদাতাদের বাড়তি সময় দেওয়ার জন্য আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি।
আধার ও প্যান লিঙ্কের শেষ তারিখ ৩০ জুন, ২০২৩। হাতে আর দিন দশেক সময়। করদাতাদের বাড়তি সময় দেওয়ার জন্য আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি।
advertisement
2/11
আয়কর নিয়ম অনুযায়ী, প্যান এবং আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। যাঁঁরা এখনও পর্যন্ত লিঙ্ক করেননি তাঁরা ৩০ জুন পর্যন্ত ১০০০ টাকা জরিমানা দিয়ে আধার এবং প্যান লিঙ্ক করাতে পারেন।
আয়কর নিয়ম অনুযায়ী, প্যান এবং আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। যাঁঁরা এখনও পর্যন্ত লিঙ্ক করেননি তাঁরা ৩০ জুন পর্যন্ত ১০০০ টাকা জরিমানা দিয়ে আধার এবং প্যান লিঙ্ক করাতে পারেন।
advertisement
3/11
আয়কর বিভাগ ট্যুইটে লিখেছে, ‘প্যান-আধার লিঙ্কিং। প্যান কার্ড হোল্ডাররা মনোযোগ সহকারে দেখুন। আয়কর আইন ১৯৬১ অনুযায়ী, ৩০.০৬.২০২৩ তারিখ বা তার আগে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। অনুগ্রহ করে আজই আপনার আধার ও প্যান কার্ড লিঙ্ক করুন’।
আয়কর বিভাগ ট্যুইটে লিখেছে, ‘প্যান-আধার লিঙ্কিং। প্যান কার্ড হোল্ডাররা মনোযোগ সহকারে দেখুন। আয়কর আইন ১৯৬১ অনুযায়ী, ৩০.০৬.২০২৩ তারিখ বা তার আগে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। অনুগ্রহ করে আজই আপনার আধার ও প্যান কার্ড লিঙ্ক করুন’।
advertisement
4/11
আয়করের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি একাধিক প্যান কার্ড রাখতে পারেন না। যদি কারও কাছ থেকে দুই বা একাধিক প্যান কার্ড উদ্ধার হয় তাহলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
আয়করের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি একাধিক প্যান কার্ড রাখতে পারেন না। যদি কারও কাছ থেকে দুই বা একাধিক প্যান কার্ড উদ্ধার হয় তাহলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
advertisement
5/11
কারা আধার ও প্যান লিঙ্ক করবেন: আয়কর আইনের ধারা ১৩৯এএ অনুযায়ী, ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত যাঁদের প্যান কার্ড বরাদ্দ করা হয়েছে তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফর্ম এবং পদ্ধতি মেনে আধার নম্বর জানাতে হবে।
কারা আধার ও প্যান লিঙ্ক করবেন: আয়কর আইনের ধারা ১৩৯এএ অনুযায়ী, ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত যাঁদের প্যান কার্ড বরাদ্দ করা হয়েছে তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফর্ম এবং পদ্ধতি মেনে আধার নম্বর জানাতে হবে।
advertisement
6/11
সোজা কথায়, ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত যাঁরা প্যান কার্ড পেয়েছেন তাঁদের ৩০ জুনের মধ্যে আধার ও প্যান লিঙ্ক করাতে হবে।
সোজা কথায়, ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত যাঁরা প্যান কার্ড পেয়েছেন তাঁদের ৩০ জুনের মধ্যে আধার ও প্যান লিঙ্ক করাতে হবে।
advertisement
7/11
আধার ও প্যান লিঙ্ক না করালে কী হবে: ক) প্যান কার্ড লিষ্ক্রিয় হয়ে যাবে। খ) পেন্ডিং ট্যাক্স রিফান্ড এবং এই ধরনের রিফান্ডের উপর সুদ মিলবে না। গ) উচ্চ হারে টিডিএস কাটা হবে। ঘ) উচ্চ হারে টিসিএস সংগ্রহ করতে হবে।
আধার ও প্যান লিঙ্ক না করালে কী হবে: ক) প্যান কার্ড লিষ্ক্রিয় হয়ে যাবে। খ) পেন্ডিং ট্যাক্স রিফান্ড এবং এই ধরনের রিফান্ডের উপর সুদ মিলবে না। গ) উচ্চ হারে টিডিএস কাটা হবে। ঘ) উচ্চ হারে টিসিএস সংগ্রহ করতে হবে।
advertisement
8/11
প্যান, আধার লিঙ্ক করার পদ্ধতি: https://www.incometax.gov.in/iec/foportal-এ যেতে হবে।  লগ ইন করতে হবে।  ড্যাশবোর্ডে ‘লিঙ্ক আধার টু প্যান’ অপশন থেকে ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করতে হবে।  প্যান এবং আধার নম্বর লিখতে হবে।
প্যান, আধার লিঙ্ক করার পদ্ধতি: https://www.incometax.gov.in/iec/foportal-এ যেতে হবে। লগ ইন করতে হবে। ড্যাশবোর্ডে ‘লিঙ্ক আধার টু প্যান’ অপশন থেকে ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করতে হবে। প্যান এবং আধার নম্বর লিখতে হবে।
advertisement
9/11
নির্ভুলভাবে লিখতে হবে প্যান এবং মোবাইল নম্বর। ওটিপি আসবে।  ওটিপি যাচাই করার পর ই-পে ট্যাক্স পৃষ্ঠায় পাঠানো হবে।  ইনকাম ট্যাক্স টাইলের উপর ‘প্রসিড’-এ ক্লিক করতে হবে।
নির্ভুলভাবে লিখতে হবে প্যান এবং মোবাইল নম্বর। ওটিপি আসবে। ওটিপি যাচাই করার পর ই-পে ট্যাক্স পৃষ্ঠায় পাঠানো হবে। ইনকাম ট্যাক্স টাইলের উপর ‘প্রসিড’-এ ক্লিক করতে হবে।
advertisement
10/11
AY হিসেবে ২০২৪-২৫ এবং অর্থপ্রদানের মোড ও অন্যান্য রসিদ নির্বাচন করতে হবে।  ১০০০ টাকা চার্জ দিতে হবে।
AY হিসেবে ২০২৪-২৫ এবং অর্থপ্রদানের মোড ও অন্যান্য রসিদ নির্বাচন করতে হবে। ১০০০ টাকা চার্জ দিতে হবে।
advertisement
11/11
যত তাড়াতাড়ি সম্ভব আধার ও প্যান লিঙ্ক করানো উচিত। ৩০ জুন পর্যন্ত অপেক্ষা করা ঠিক নয়। কেন না, এই পেমেন্টের প্রক্রিয়ায় দিন তিনেক মতো সময় লাগতে পারে।
যত তাড়াতাড়ি সম্ভব আধার ও প্যান লিঙ্ক করানো উচিত। ৩০ জুন পর্যন্ত অপেক্ষা করা ঠিক নয়। কেন না, এই পেমেন্টের প্রক্রিয়ায় দিন তিনেক মতো সময় লাগতে পারে।
advertisement
advertisement
advertisement