১৭ হাজার কার্ড ব্লক করল ICICI ব্যাঙ্ক, এবার গ্রাহকরা কী করবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
একটা দুটো নয়, একেবারে ১৭ হাজার। এমনই অভিযোগ গ্রাহকদের। ঘটনার কথা স্বীকার করে নিয়েছে ICICI ব্যাঙ্কও।
ভুল ঠিকানায় ক্রেডিট কার্ড পাঠাল দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই। একটা দুটো নয়, একেবারে ১৭ হাজার। এমনই অভিযোগ গ্রাহকদের। ঘটনার কথা স্বীকার করে নিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কও। স্বস্তির কথা হল, অভিযোগ উঠতেই সমস্ত কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকদের জন্য ফের নতুন কার্ড ইস্যু করা হবে।
advertisement
আইসিআইসিআই ব্যাঙ্কের এক মুখপাত্র সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, গত কয়েকদিনে ইস্যু করা ১৭ হাজার ক্রেডিট কার্ডগুলি ব্যাঙ্কের ডিজিটাল চ্যানেলে অন্য ব্যক্তিদের নামে ভুলভাবে ম্যাপ করা হয়েছে। তিনি বলেছেন, “তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমরা ক্রেডিট কার্ডগুলি ব্লক করে দিয়েছি। যোগ্য গ্রাহকদের নামে নতুন কার্ড ইস্যু করা হচ্ছে। গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দু;খিত”।
advertisement
ব্যাঙ্কের তরফে এও জানানো হয়েছে যে ভুল ঠিকানায় পাঠানো ক্রেডিট কার্ডের সংখ্যা “ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পোর্টফোলিওর ০.০১ শতাংশ”। আইসিআইসিআই ব্যাঙ্কের ওই মুখপাত্র বলেছেন, “এই সেটের কোনও কার্ড অপব্যবহারের ঘটনা এখনও পর্যন্ত আমাদের নজরে আসেনি। যাইহোক, আমরা আশ্বাস দিচ্ছি যে কোনও আর্থিক ক্ষতি হলে ব্যাঙ্ক গ্রাহককে যথাযথ ক্ষতিপূরণ দেবে”।
advertisement
আইসিআইসিআই ব্যাঙ্কের আইমোবাইল পে অ্যাপে সবকিছু স্পষ্ট: কয়েকদিন আগেই বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে তাঁদের ক্রেডিট কার্ডের বিবরণ সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে। শুধু তাই নয় ক্রেডিট কার্ড হোল্ডারের নাম এবং কার্ড ভেরিফিকেশন ভ্যালু বা সিভিভি-ও দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছিল।
advertisement
advertisement