Yes Bank ও ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ? ১ মে থেকে হতে চলেছে বিরাট বড় বদল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দুই ব্যাঙ্ক সম্প্রতি তাদের সার্ভিস চার্জে বেশ কিছু বদল করেছে যা ১ মে থেকে লাগু করা হবে ৷
advertisement
ইয়েস ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক তাদের বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স (AMB) রিভাইজ করতে চলেছে ৷ সেভিংস অ্যাকাউন্ট প্রি ম্যাক্সের জন্য ৫০ হাজার টাকার AMB-র দরকার পড়বে, অধিকতম চার্জ ১০০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে ৷ সেভিংস অ্যাকাউন্ট প্রি প্লাস, Yes Essence সেভিংস অ্যাকাউন্ট, ও Yes Respect সেভিংস অ্যাকাউন্টের জন্য ২৫০০০ টাকা AMB-র দরকার পড়বে এবং অধিকতম চার্জ ৭৫০ টাকা রাখা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement