Hyundai Venue - চকাচক নতুন গাড়ির মডেল লঞ্চ, দুর্দান্ত ফিচার্স ,রইল দাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
হুন্ডাই ইন্ডিয়া ভারতে ভ্যেনু এন লাইন লঞ্চ করেছে৷ এর শুরুর দাম ১২.১৬ লক্ষ টাকা৷ আর এর N8 মডেলের দাম ১৩.১৫ লক্ষ টাকা এক্স শোরুম হয়৷
#কলকাতা: হুন্ডাই ভ্যেনুর এন লাইন দুটি সিঙ্গল টোন কালার অপশন, পোলর হোয়াইট এবং শ্যাডো গ্রে -তে পাওয়া যাবে৷ এসইউভি ডুয়াল টোন কালার থিমেও পাওয়া যায়৷ দুটি ডুয়াল টোন বাইরের রঙের বিকল্প হবে৷ যাতে ফ্যান্টম ব্ল্যাক রুফের সঙ্গে পোলার হোয়াইট এবং ব্ল্যাক রুফ এবং থান্ডার ব্লু কম্বিনেশন হয়৷ থান্ডার ব্লু কালার অপশনে সিঙ্গল টোনে পাওয়া যাবে না৷ তিনটি আলাদা আলাদা ডুয়াল টোন থিমের হয়৷
advertisement
advertisement
advertisement
advertisement