HUL, Nestle Price Hike: ফের বড় চাপ মধ্যবিত্তের জন্য! দাম বাড়ল ম্যাগি-চা-কফির

Last Updated:
HUL, Nestle Price Hike: ফের বিরাট ধাক্কা মধ্যবিত্তের জন্য একসঙ্গে ম্যাগি-চা-কফি দাম বাড়ল, তুমুল চাপে মধ্যবিত্ত
1/10
ক্রমবর্ধমান নিতপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের জন্য মাঝে সাধারণ মানুষের জন্য আরও বড় ধাক্কা ৷ যাঁরা ম্যাগি খেতে ভালবাসেন একই সঙ্গে চা পান করেন তাঁদের জন্য অত্যন্ত খারাপ খবর ৷ প্রতীকী ছবি ৷
ক্রমবর্ধমান নিতপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের জন্য মাঝে সাধারণ মানুষের জন্য আরও বড় ধাক্কা ৷ যাঁরা ম্যাগি খেতে ভালবাসেন একই সঙ্গে চা পান করেন তাঁদের জন্য অত্যন্ত খারাপ খবর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এবার ম্যাগি ও চা খেতে গেলে আগের থেকে আরও বেশি টাকা দিতে হবে ৷ কেননা হিন্দুস্তান ইউনিলিভার ও নেসলে জিনিসপত্রের দাম ফের বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এবার ম্যাগি ও চা খেতে গেলে আগের থেকে আরও বেশি টাকা দিতে হবে ৷ কেননা হিন্দুস্তান ইউনিলিভার ও নেসলে জিনিসপত্রের দাম ফের বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
চা, দুধ, নুডুলসের দাম ১৪ মার্চ অর্থাৎ আজ থেকে বৃদ্ধি হয়েছে ৷ HUL-এর পক্ষ থেকে জানানো হয়েছে ব্রু কফি ৩-৭ শতাংশ পর্যন্ত এবং ব্রু গোল্ড কফির দাম ৩-৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে ৷ প্রতীকী ছবি ৷
চা, দুধ, নুডুলসের দাম ১৪ মার্চ অর্থাৎ আজ থেকে বৃদ্ধি হয়েছে ৷ HUL-এর পক্ষ থেকে জানানো হয়েছে ব্রু কফি ৩-৭ শতাংশ পর্যন্ত এবং ব্রু গোল্ড কফির দাম ৩-৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
এমনকী কফি পাউচের দামও বেড়েছে ৩ থেকে ৬.৬৬ শতাংশ পর্যন্ত ৷ এছাড়াও তাজমহল চায়ের (Taj Mahal) দাম ৩.৭ শতাংশ থেকে ৫.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এমনকী কফি পাউচের দামও বেড়েছে ৩ থেকে ৬.৬৬ শতাংশ পর্যন্ত ৷ এছাড়াও তাজমহল চায়ের (Taj Mahal) দাম ৩.৭ শতাংশ থেকে ৫.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
ব্রুক বন্ডের (Brooke Bond) সমস্ত চায়ের দাম ১.৫ শতাংশ থেকে ১৪ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে ৷ HUL-এর পক্ষ থেকে জানানো হয়েছে লাগাতার জিনিপত্রের যা দাম বাড়ছে সেই জন্যই জিনিসপত্রে দাম বৃদ্ধি ছাড়া আর কোনও পথ ছিলনা ৷ প্রতীকী ছবি ৷
ব্রুক বন্ডের (Brooke Bond) সমস্ত চায়ের দাম ১.৫ শতাংশ থেকে ১৪ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে ৷ HUL-এর পক্ষ থেকে জানানো হয়েছে লাগাতার জিনিপত্রের যা দাম বাড়ছে সেই জন্যই জিনিসপত্রে দাম বৃদ্ধি ছাড়া আর কোনও পথ ছিলনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতি জানানো হয়েছে ম্যাগির দাম ৯ থেকে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এছাড়াও সংস্থার পক্ষ থেকে মিল্ক ও কফি পাউডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতি জানানো হয়েছে ম্যাগির দাম ৯ থেকে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এছাড়াও সংস্থার পক্ষ থেকে মিল্ক ও কফি পাউডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
এবার থেকে ৭০ গ্রামের একটি ম্যাগির (Maggie Price Hike) প্যাকেটের দাম ১২ টাকার বদলে এবার ১৪ টাকা এবার থেকে দিতে হবে ৷ ১৪০ গ্রামের ম্যাগির প্যাকেটের জন্য এবার থেকে ৩ টাকা বেশি দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
এবার থেকে ৭০ গ্রামের একটি ম্যাগির (Maggie Price Hike) প্যাকেটের দাম ১২ টাকার বদলে এবার ১৪ টাকা এবার থেকে দিতে হবে ৷ ১৪০ গ্রামের ম্যাগির প্যাকেটের জন্য এবার থেকে ৩ টাকা বেশি দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
৫৬০ গ্রাম ম্যাগির (Maggi Price Hike) জন্য বর্তমানে খরচ করতে হচ্ছিল ৯৬ টাকা এবার থেকে তার জন্য দিতে হবে ১০৫ টাকা ৷ প্রতীকী ছবি ৷
৫৬০ গ্রাম ম্যাগির (Maggi Price Hike) জন্য বর্তমানে খরচ করতে হচ্ছিল ৯৬ টাকা এবার থেকে তার জন্য দিতে হবে ১০৫ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
নেসলে (Nestle) এক লিটারের A+ দুধের দাম বাড়িয়ে দিয়েছে ৷ আগে এর জন্য ৭৫ টাকা মেটাতে হত এবার থেকে দিতে হবে ৭৮ টাকা ৷ নেসলের ক্লাসিক কফি পাউডারের জাম ৩-৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
নেসলে (Nestle) এক লিটারের A+ দুধের দাম বাড়িয়ে দিয়েছে ৷ আগে এর জন্য ৭৫ টাকা মেটাতে হত এবার থেকে দিতে হবে ৭৮ টাকা ৷ নেসলের ক্লাসিক কফি পাউডারের জাম ৩-৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
২৫ গ্রামের নেস কাফের দাম ২.৫ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে, এবার থেকে ৭৮ টাকার জায়গায় থেকে ৮০ টাকা খরচ করতে হবে ৷ এরই সঙ্গে ৫০ গ্রামের নেসকাফে ক্লাসিকের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
২৫ গ্রামের নেস কাফের দাম ২.৫ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে, এবার থেকে ৭৮ টাকার জায়গায় থেকে ৮০ টাকা খরচ করতে হবে ৷ এরই সঙ্গে ৫০ গ্রামের নেসকাফে ক্লাসিকের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement