অনলাইনে সমস্যা হচ্ছে লিঙ্ক করতে, SMS পাঠিয়েই জুড়ে ফেলুন PAN ও আধার
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কোনও PAN-এর সঙ্গে আধার সংযুক্ত না থাকলে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে তা আর কোনও কাজে ব্যবহার করা যাবে না।
advertisement
আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে ভারতের সমস্ত নাগরিককে আধার ও PAN সংযুক্তি করিয়ে ফেলতে হবে। না হলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। যার প্রথম ধাপই হল PAN নিষ্ক্রিয় হয়ে যাওয়া। কোনও PAN-এর সঙ্গে আধার সংযুক্ত না থাকলে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে তা আর কোনও কাজে ব্যবহার করা যাবে না। পরোক্ষে অর্থ লেনদেন, বিনিয়োগের কাজ একেবারে বন্ধ হয়ে যাবে। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই PAN-আধার সংযুক্তির কাজ সেরে ফেলতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
১. প্রথমেই নিজের মোবাইলের Write Message অপশনে যেতে হবে। খেয়াল রাখতে হবে ওই মোবাইল নম্বর যেন আধারের সঙ্গে রেজিস্টার্ড হয়। ২. সেখানে গিয়ে UIDPAN ফর্ম্যাটে একটি মেসেজ টাইপ করতে হবে। অর্থাৎ, প্রথমে লিখতে হবে UIDPAN, তারপর স্পেস দিয়ে লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। তারপর আবার একটি স্পেস দিয়ে লিখতে হবে ১০ সংখ্যা-অক্ষরের প্যান নম্বর৷
advertisement