এই মিউচুয়াল ফান্ডে এভাবে বিনিয়োগ করুন, ৩০ বছরে হবেন ১০০ কোটি টাকার মালিক!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এসআইপিতে বিনিয়োগ করলে ৩০ বছর পর ১০০ কোটি টাকার মালিক হওয়া যাবে।
advertisement
মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর মাসিক এসআইপির সঙ্গে যে অভিযোজন প্রয়োজন সে বিষয়ে কথা বলতে গিয়ে, ট্রান্সসেন্ড ক্যাপিটালের সম্পদ ব্যবস্থাপক কার্তিক জাভেরি বলেন, ‘দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড এসআইপি একজন বিনিয়োগকারীকে চক্রবৃদ্ধি হারে সুবিধা পেতে সক্ষম করে। মানে তাঁর অর্থের উপর অর্জিত সুদের সুদ। যাই হোক, একজন বিনিয়োগকারীর প্রতি আমার পরামর্শ হল, মাসিক আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাসিক এসআইপির পরিমাণ বাড়াতে হবে। এটা আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বিনিয়োগ বাড়াতে সাহায্য করে’।
advertisement
মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কীভাবে ধনী হওয়া যায়: মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী কীভাবে মাসিক এসআইপি পরিমাণ বাড়াতে পারেন? কার্তিক জাভেরি বলেন, ‘কেউ বার্ষিক এসআইপি স্টেপ আপ ব্যবহার করতে পারে। এভাবে মাসিক এসআইপি-র পরিমাণ বার্ষিক ১৫ শতাংশ বাড়ানো যায়। ব্যক্তি তাঁর আয় এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন’।
advertisement
৩০ বছরে ১০০ কোটি টাকার মালিক হওয়া আদৌ সম্ভব কি না সে বিষয়ে সেবি নিবন্ধিত কর এবং বিনিয়োগ বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি বলছেন, ‘৩০ বছরে ১০০ কোটি টাকা পেতে চাইলে যথেষ্ট শৃঙ্খলা প্রয়োজন। সাধারণত একজনের মাসিক এসআইপি পরিমাণ থাকে বার্ষিক প্রায় ১৫ শতাংশ। কিন্তু ১০০ কোটির লক্ষ্য পূরণের বিষয়ে নিশ্চিত করতে ২০ শতাংশ বার্ষিক এসআইপি করতে হবে’।
advertisement
advertisement
কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ: ৩০ বছরে ১০০ কোটি টাকা পেতে তিনটি ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন অপটিমা মানি ম্যানেজারসের এমডি এবং সিইও পঙ্কজ মথপাল। সেগুলি হল – ১) আইসিআইসিআই প্রুডেনসিয়াল লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড ২) আদিত্য বিড়লা সান লাইফ মাল্টি-ক্যাপ ফান্ড এবং ৩) নিপ্পন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড।