ITR-এ কীভাবে ফাইল করবেন পেনশন ইনকাম? বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন তার সহজ উপায়!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা কীভাবে আইটিআর-এ পেনশন সংক্রান্ত আয় ঘোষণা করতে পারেন, তা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
আইটিআর-এ পেনশন ইনকাম ফাইলিংয়ের উপায়: পেনশনভোগীর পেনশন ইনকামের উপর ট্যাক্স ফাইল করার উপায় নিম্নোক্ত: পেনশন ইনকামের ধরন এবং এর করযোগ্যতা নির্ধারণ করতে হবে। ফর্ম ১৬ অথবা ফর্ম ১৬এ নিতে হবে। যার মধ্যে পেনশন ইনকামের উপর কতটা টিডিএস কাটা হচ্ছে, সেই সমস্ত তথ্য থাকবে। ট্যাক্স লায়াবিলিটির হিসেব করার জন্য সঠিক ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট প্রয়োগ করতে হবে।
advertisement
advertisement
অমর রানু আবার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ফর্ম ১৬ অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করার পরে একজন পেনশনভোগীকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ই-ফাইলিং প্রক্রিয়া শুরু করতে হবে। সেটা হয়ে গেলে পেনশনভোগীরা ITR V পাবেন অথবা তা ডাউনলোড করতে হবে। যেটা ১২০ দিনের মধ্যে সিপিসি-তে পাঠিয়ে দিতে হবে।
advertisement
advertisement









