ITR-এ কীভাবে ফাইল করবেন পেনশন ইনকাম? বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন তার সহজ উপায়!

Last Updated:
সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা কীভাবে আইটিআর-এ পেনশন সংক্রান্ত আয় ঘোষণা করতে পারেন, তা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক।
1/9
পেনশনকে আসলে বেতন-ভিত্তিক উপার্জনের তালিকাতেই ফেলা হয়। ফলে করদাতাদের সঠিক স্ল্যাব রেটে তা করের আওতায় পড়ে। প্রাক্তন নিয়োগকারী অথবা সরকারের থেকে প্রাপ্তির উপর নির্ভর করে সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনদের পেনশন সংক্রান্ত আয় করের আওতায় পড়বে।
পেনশনকে আসলে বেতন-ভিত্তিক উপার্জনের তালিকাতেই ফেলা হয়। ফলে করদাতাদের সঠিক স্ল্যাব রেটে তা করের আওতায় পড়ে। প্রাক্তন নিয়োগকারী অথবা সরকারের থেকে প্রাপ্তির উপর নির্ভর করে সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনদের পেনশন সংক্রান্ত আয় করের আওতায় পড়বে।
advertisement
2/9
যদি প্রাক্তন নিয়োগকারীর থেকে পেনশনভোগী পেনশন পান, তাহলে তা বেতনের থেকে উপার্জনের মতোই তা করযোগ্য। তবে একজন পেনশনভোগী যদি সরকারি পেনশন পান, তাহলে তা অন্যান্য উৎস থেকে আয়ের ক্যাটাগরিতে করযোগ্য।
যদি প্রাক্তন নিয়োগকারীর থেকে পেনশনভোগী পেনশন পান, তাহলে তা বেতনের থেকে উপার্জনের মতোই তা করযোগ্য। তবে একজন পেনশনভোগী যদি সরকারি পেনশন পান, তাহলে তা অন্যান্য উৎস থেকে আয়ের ক্যাটাগরিতে করযোগ্য।
advertisement
3/9
সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা কীভাবে আইটিআর-এ পেনশন সংক্রান্ত আয় ঘোষণা করতে পারেন, তা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক।
সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা কীভাবে আইটিআর-এ পেনশন সংক্রান্ত আয় ঘোষণা করতে পারেন, তা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক।
advertisement
4/9
এই প্রসঙ্গে মতামত রেখেছেন আরিহান্ত ক্যাপিটালের জয়েন্ট এমডি সিএ অর্পিত জৈন, আনন্দ রাঠি শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকারস ইনভেস্টমেন্ট প্রোডাক্টস অ্যান্ড অ্যাডভাইজরি হেড অমর রানু এবং ট্যাক্স কনসালট্যান্ট ববিতা রানি।
এই প্রসঙ্গে মতামত রেখেছেন আরিহান্ত ক্যাপিটালের জয়েন্ট এমডি সিএ অর্পিত জৈন, আনন্দ রাঠি শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকারস ইনভেস্টমেন্ট প্রোডাক্টস অ্যান্ড অ্যাডভাইজরি হেড অমর রানু এবং ট্যাক্স কনসালট্যান্ট ববিতা রানি।
advertisement
5/9
আইটিআর-এ পেনশন ইনকাম ফাইলিংয়ের উপায়:  পেনশনভোগীর পেনশন ইনকামের উপর ট্যাক্স ফাইল করার উপায় নিম্নোক্ত:  পেনশন ইনকামের ধরন এবং এর করযোগ্যতা নির্ধারণ করতে হবে।  ফর্ম ১৬ অথবা ফর্ম ১৬এ নিতে হবে। যার মধ্যে পেনশন ইনকামের উপর কতটা টিডিএস কাটা হচ্ছে, সেই সমস্ত তথ্য থাকবে।  ট্যাক্স লায়াবিলিটির হিসেব করার জন্য সঠিক ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট প্রয়োগ করতে হবে।
আইটিআর-এ পেনশন ইনকাম ফাইলিংয়ের উপায়: পেনশনভোগীর পেনশন ইনকামের উপর ট্যাক্স ফাইল করার উপায় নিম্নোক্ত: পেনশন ইনকামের ধরন এবং এর করযোগ্যতা নির্ধারণ করতে হবে। ফর্ম ১৬ অথবা ফর্ম ১৬এ নিতে হবে। যার মধ্যে পেনশন ইনকামের উপর কতটা টিডিএস কাটা হচ্ছে, সেই সমস্ত তথ্য থাকবে। ট্যাক্স লায়াবিলিটির হিসেব করার জন্য সঠিক ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট প্রয়োগ করতে হবে।
advertisement
6/9
প্রদেয় করের সঙ্গে টিডিএস সমন্বয় করার জন্য ফর্ম ২৬এএস ব্যবহার করতে হবে।  আইটিআর ফর্ম (আইটিআর ১ অথবা আইটিআর ২)-এর প্রাসঙ্গিক তথ্য পূরণ করতে হবে। আর তার পরে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন ফাইল করা আবশ্যক।
প্রদেয় করের সঙ্গে টিডিএস সমন্বয় করার জন্য ফর্ম ২৬এএস ব্যবহার করতে হবে। আইটিআর ফর্ম (আইটিআর ১ অথবা আইটিআর ২)-এর প্রাসঙ্গিক তথ্য পূরণ করতে হবে। আর তার পরে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন ফাইল করা আবশ্যক।
advertisement
7/9
অমর রানু আবার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ফর্ম ১৬ অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করার পরে একজন পেনশনভোগীকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ই-ফাইলিং প্রক্রিয়া শুরু করতে হবে। সেটা হয়ে গেলে পেনশনভোগীরা ITR V পাবেন অথবা তা ডাউনলোড করতে হবে। যেটা ১২০ দিনের মধ্যে সিপিসি-তে পাঠিয়ে দিতে হবে।
অমর রানু আবার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ফর্ম ১৬ অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করার পরে একজন পেনশনভোগীকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ই-ফাইলিং প্রক্রিয়া শুরু করতে হবে। সেটা হয়ে গেলে পেনশনভোগীরা ITR V পাবেন অথবা তা ডাউনলোড করতে হবে। যেটা ১২০ দিনের মধ্যে সিপিসি-তে পাঠিয়ে দিতে হবে।
advertisement
8/9
এই অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে যদি পেনশনভোগীর সমস্যা হয়, তাহলে তাঁরা অফলাইনেও ট্যাক্স ফাইল করতে পারেন। আর এটাও খুবই সহজ। এর জন্য নিজেদের ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে হবে।
এই অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে যদি পেনশনভোগীর সমস্যা হয়, তাহলে তাঁরা অফলাইনেও ট্যাক্স ফাইল করতে পারেন। আর এটাও খুবই সহজ। এর জন্য নিজেদের ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে হবে।
advertisement
9/9
সেখানে গিয়ে চালান ২৮০ চাইতে হবে। যে ফর্মটা দেওয়া হবে, সেটা পূরণ করতে হবে পেনশনভোগীদের। আর অনলাইনের মতো একই ফরম্যাট অফলাইন ফর্মটিরও।
সেখানে গিয়ে চালান ২৮০ চাইতে হবে। যে ফর্মটা দেওয়া হবে, সেটা পূরণ করতে হবে পেনশনভোগীদের। আর অনলাইনের মতো একই ফরম্যাট অফলাইন ফর্মটিরও।
advertisement
advertisement
advertisement