How Safe Is Your Money: ব্যাঙ্কে আপনার টাকা কতটা সুরক্ষিত ? প্রত্যেক গ্রাহকের জন্য যা জানা অত্যন্ত জরুরি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
How Safe Is Your Money: একজন গ্রাহক বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। তাহলে কী তাঁর ডিপোজিট আলাদা আলাদা ভাবে বিমা করা হবে?
advertisement
advertisement
ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন কী: ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মালিকানাধীন সাবসিডিয়ারি সংস্থা যারা গ্রাহকদের ডিপোজিট বিমা প্রদান করে। ব্যাঙ্ক ডুবে গেলে বা দেউলিয়া হয়ে গেলে গ্রাহকের কষ্টার্জিত টাকা রক্ষা করাই এর উদ্দেশ্য।
advertisement
সেভিংস, ফিক্সড, কারেন্ট, রেকারিং সহ বিভিন্ন ডিপোজিটের জন্য বিমা প্রদান করে ডিআইসিজিসি। তবে বেশি কিছু ডিপোজিটের ক্ষেত্রে বিমা করা হয় না। যেমন বিদেশি সরকারের আমানত, কেন্দ্র বা রাজ্য সরকারের আমানত, আন্তঃব্যাঙ্ক আমানত, রাজ্য সমবায় ব্যাঙ্কে রাজ্য ভূমি উন্নয়ন ব্যাঙ্কের আমানত, ভারতের বাইরে থেকে প্রাপ্ত আমানত এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পূর্বানুমতি নিয়ে ডিআইসিজিসি দ্বারা বিশেষভাবে ছাড় দেওয়া যেকোন পরিমাণ।
advertisement
advertisement
advertisement