আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে জানেন? কীভাবে গণনা করতে হয় দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
করযোগ্য আয় হল একজন ব্যক্তির আয় থেকে ট্যাক্স এক্সজাম্পশন, ডিডাকশন এবং রিবেটের পর যা পড়ে থাকে সেটাই।
advertisement
advertisement
সাধারণত করযোগ্য আয়ের সঙ্গে প্রযোজ্য করের হারকে গুণ করে ট্যাক্স গণনা করা হয়। এটা আদতে সহজ বলে মনে হলেও, বেশ কয়েকটি ধাপ রয়েছে। যার মধ্যে রয়েছে মোট বেতন গণনা করা, কাটছাঁট এবং ছাড়ের হিসাব করা, প্রদেয় কর গণনা করা, ইতিমধ্যে প্রদত্ত ট্যাক্স কাটা ইত্যাদি। এই প্রক্রিয়াটাকে সহজে বোঝানোর জন্যে ৫টি ধাপ দেখানো হল যা বেতনের উপর আয়কর গণনা করতে ব্যবহার করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement