PNB-তে ৪০০ দিন মেয়াদে ৩ লাখ টাকার FD করেছেন? কত রিটার্ন পাবেন দেখুন

Last Updated:
৮ জানুয়ারি থেকে লাগু হয়েছে নতুন সুদের হার। ফলে গ্রাহকরা উচ্চ সুদের হারের সুবিধা নিতে পারবেন।
1/8
নিরাপদ বিনিয়োগের কথা বললে সবার আগে ফিক্সড ডিপোজিটের কথাই মাথায় আসে। রিটার্ন নিয়ে চিন্তা করতে হয় না। কয়েকটি ব্যাঙ্কে সুদের হারও বেশি। ফলে মেয়াদ শেষে মোটা টাকা হাতে আসে। যেমন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিম। পিএনবি সরকারি ব্যাঙ্ক।
নিরাপদ বিনিয়োগের কথা বললে সবার আগে ফিক্সড ডিপোজিটের কথাই মাথায় আসে। রিটার্ন নিয়ে চিন্তা করতে হয় না। কয়েকটি ব্যাঙ্কে সুদের হারও বেশি। ফলে মেয়াদ শেষে মোটা টাকা হাতে আসে। যেমন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিম। পিএনবি সরকারি ব্যাঙ্ক।
advertisement
2/8
সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে পিএনবি। ৮ জানুয়ারি থেকে লাগু হয়েছে নতুন সুদের হার। ফলে গ্রাহকরা উচ্চ সুদের হারের সুবিধা নিতে পারবেন।
সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে পিএনবি। ৮ জানুয়ারি থেকে লাগু হয়েছে নতুন সুদের হার। ফলে গ্রাহকরা উচ্চ সুদের হারের সুবিধা নিতে পারবেন।
advertisement
3/8
বর্ধিত হারে সুদ সাধারণ গ্রাহকরা তো বটেই, সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরাও পাবেন। বলে রাখা ভাল, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বার্ষিক সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত। প্রবীণ নাগরিকদের বার্ষিক ৪.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
বর্ধিত হারে সুদ সাধারণ গ্রাহকরা তো বটেই, সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরাও পাবেন। বলে রাখা ভাল, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বার্ষিক সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত। প্রবীণ নাগরিকদের বার্ষিক ৪.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
4/8
এই সুদের হার ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে প্রযোজ্য। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এনআরআই-দের জন্য ট্যাক্স সেভিং এফডি এবং বিশেষ এফডি স্কিমও অফার করে।
এই সুদের হার ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে প্রযোজ্য। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এনআরআই-দের জন্য ট্যাক্স সেভিং এফডি এবং বিশেষ এফডি স্কিমও অফার করে।
advertisement
5/8
এখন যদি কেউ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৪০০ দিনের জন্য ৩ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন? ৪০০ দিনের এফডি-তে ৭.২৫ শতাংশ হারে সুদ দেয় পিএনবি।
এখন যদি কেউ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৪০০ দিনের জন্য ৩ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন? ৪০০ দিনের এফডি-তে ৭.২৫ শতাংশ হারে সুদ দেয় পিএনবি।
advertisement
6/8
এটাই পিএনবি-র সর্বোচ্চ সুদ প্রদানকারী এফডি স্কিম। ফলে ৭.২৫ শতাংশ সুদের হারে ৩ লাখ টাকা মেয়াদ শেষে হবে ৩ লাখ ২৪ হাজার টাকা। সোজা কথায় গ্রাহক ২৪ হাজার টাকা লাভ পাবেন।
এটাই পিএনবি-র সর্বোচ্চ সুদ প্রদানকারী এফডি স্কিম। ফলে ৭.২৫ শতাংশ সুদের হারে ৩ লাখ টাকা মেয়াদ শেষে হবে ৩ লাখ ২৪ হাজার টাকা। সোজা কথায় গ্রাহক ২৪ হাজার টাকা লাভ পাবেন।
advertisement
7/8
ফিক্সড ডিপোজিট থেকে অর্জিত সুদ করযোগ্য। ফলে ৪০০ দিনে গ্রাহক সুদ হিসেবে যে টাকা পাবেন তা তাঁর বার্ষিক আয়ের সঙ্গে যোগ হবে। আয়ের ভিত্তিতে ট্যাক্স স্ল্যাব নির্ধারিত হয়।
ফিক্সড ডিপোজিট থেকে অর্জিত সুদ করযোগ্য। ফলে ৪০০ দিনে গ্রাহক সুদ হিসেবে যে টাকা পাবেন তা তাঁর বার্ষিক আয়ের সঙ্গে যোগ হবে। আয়ের ভিত্তিতে ট্যাক্স স্ল্যাব নির্ধারিত হয়।
advertisement
8/8
ফিক্সড ডিপোজিট থেকে অর্জিত সুদ ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে ধরা হয়। তবে যদি মোট আয় ২.৫ লাখ টাকার কম হয় তাহলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে টিডিএস কাটবে না। অবশ্য এর জন্য ফর্ম ১৫জি বা ১৫এইচ ফাইল করতে হবে।
ফিক্সড ডিপোজিট থেকে অর্জিত সুদ ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে ধরা হয়। তবে যদি মোট আয় ২.৫ লাখ টাকার কম হয় তাহলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে টিডিএস কাটবে না। অবশ্য এর জন্য ফর্ম ১৫জি বা ১৫এইচ ফাইল করতে হবে।
advertisement
advertisement
advertisement