How Much Money Will Be Enough: আপনি কোন সালে রিটায়ার করবেন ? সেই সময় কত টাকা থাকলে নিশ্চিন্তে কাটবে জীবন ? বুঝে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
How Much Money Will Be Enough: অবসর জীবনে আর্থিক অনিশ্চয়তা এড়াতে আগে থেকেই পরিকল্পনা জরুরি। আপনি কোন বছরে রিটায়ার করবেন এবং সেই সময় কত টাকা থাকলে আপনি নিশ্চিন্তে বাঁচতে পারবেন—এই সব কিছুর সহজ হিসেব জেনে নিন ।
আজকাল সব জিনিসের দামই উর্ধ্বমুখী। আর মূল্যবৃদ্ধির এই বাজারে তিন জনের ছোট একটি পরিবারের গড় মাসিক খরচ ৭৫ হাজার টাকার আশপাশেই ঘোরাফেরা করে। তবে জায়গার উপর ভিত্তি করে এই খরচের কিছুটা হেরফের হতে পারে। ধরা যাক, এই সময় দাঁড়িয়ে কোনও এক ব্যক্তি অবসর নিচ্ছেন। আর এই মুহূর্তে তাঁর পরিবারের মাসিক গড় খরচ ৭৫ হাজার টাকা। তাহলে অবসর জীবন যাপন করার জন্য তাঁর হাতে কত টাকা থাকা উচিত? সেক্ষেত্রে অবসরকালীন জীবনের প্রয়োজন মেটাতে কি ১ কোটি টাকা থাকাটা যথেষ্ট? আজকের প্রতিবেদনে এই বিষয়েই বিশদে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
আসলে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, মুদ্রাস্ফীতির জেরে প্রত্যেক বছর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। আমাদের দেশে এই মুদ্রাস্ফীতির হার বার্ষিক ৬ শতাংশ। ফলে সেই হিসাবে দেখা যাবে যে, আজকের দিনে যে পণ্যটির দাম ১০০ টাকা, সেটার দামই ১২ বছর পর প্রায় ২০০ টাকা হয়ে যাবে। আর ঠিক এই কারণেই আজকালকার যুগে অবসর জীবনের প্রয়োজন মেটাতে ১ কোটি টাকাও পর্যাপ্ত নয়।
advertisement
তাহলে অবসর জীবনের সমস্ত রকম চাহিদা মেটাতে নিতে ঠিক কত টাকার প্রয়োজন হবে? এক্ষেত্রে এটা মাথায় রাখা দরকার, যে পরিমাণ টাকাই অবসর জীবনযাপনের জন্য রাখা হচ্ছে, সেই পরিমাণ অর্থ থেকে আসা সুদের হার যেন কোনও ভাবেই মুদ্রাস্ফীতির থেকে কম না হয়। কারণ এমনটা না হলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে হ্রাস পেতে থাকবে ওই অর্থের মূল্য।
advertisement
advertisement
সেই হিসেবে দেখতে গেলে বর্তমানে অবসর জীবনের প্রয়োজন মেটাতে ১ কোটি টাকা থাকলেই যথেষ্ট। আর এভাবে ১০ বছর পর যাঁর অবসর নেওয়ার কথা, তাঁর অবসর জীবনের যাবতীয় খরচ মেটানোর জন্য প্রয়োজন হবে ১ কোটি ৮০ লক্ষ টাকা। আবার সেই হিসেবে যাঁরা ২০ বছর পর অবসর নেবেন, তাঁদের অবসর জীবনযাপনের জন্য ৩ কোটি ২১ লক্ষ টাকার দরকার হবে।
advertisement