Indian Rupee | RBI: টাকা তো খরচ করেন দেদার! কিন্তু টাকা ছাপাতে কত খরচ হয় জানেন কি? শুনলে চমকে যাবেন

Last Updated:
যেমন ১০ টাকার কয়েন বাজারে এসেছে অনেক আগেই। এখন ২০টাকার কয়েনও বাজারে আখছাড় দেখা যাচ্ছে। কিন্তু, টাকার চেয়ে যখন কয়েন তৈরিতে বেশি খরচ, তখন তা তৈরি করা হয় কেন?
1/9
টাকা থাকলেই পকেট গরম। নাহলেই ফক্কা। টাকা থাকলে যা চান, যা ইচ্ছে তা-ই কিনে ফেলতে পারেন অবলীলায়। খরচ করতে পারলেই যেন সুখ। তৃপ্তি। কিন্তু, কখনও ভেবেছেন কি, এই যে টাকা কিংবা পয়সা আপনি খরচ করেন, তা তৈরি করতে কত খরচ করতে হয় সরকারকে?
টাকা থাকলেই পকেট গরম। নাহলেই ফক্কা। টাকা থাকলে যা চান, যা ইচ্ছে তা-ই কিনে ফেলতে পারেন অবলীলায়। খরচ করতে পারলেই যেন সুখ। তৃপ্তি। কিন্তু, কখনও ভেবেছেন কি, এই যে টাকা কিংবা পয়সা আপনি খরচ করেন, তা তৈরি করতে কত খরচ করতে হয় সরকারকে?
advertisement
2/9
ভারতে রিজার্ভ ব্যাঙ্কই কয়েন (মুদ্রা) এবং টাকার নোট ছাপানোর কাজ করে। কিন্তু, জানেন কি, টাকা ছাপানোর থেকে বেশি খরচ হয় কয়েন তৈরি করতে? তা সত্ত্বেও অবশ্য এখন অনেক টাকাকেই বা কয়েনে পরিণত করে দিতে চাইছে তারা।
ভারতে রিজার্ভ ব্যাঙ্কই কয়েন (মুদ্রা) এবং টাকার নোট ছাপানোর কাজ করে। কিন্তু, জানেন কি, টাকা ছাপানোর থেকে বেশি খরচ হয় কয়েন তৈরি করতে? তা সত্ত্বেও অবশ্য এখন অনেক টাকাকেই বা কয়েনে পরিণত করে দিতে চাইছে তারা।
advertisement
3/9
যেমন ১০ টাকার কয়েন বাজারে এসেছে অনেক আগেই। এখন ২০টাকার কয়েনও বাজারে আখছাড় দেখা যাচ্ছে। কিন্তু, টাকার চেয়ে যখন কয়েন তৈরিতে বেশি খরচ, তখন তা তৈরি করা হয় কেন?
যেমন ১০ টাকার কয়েন বাজারে এসেছে অনেক আগেই। এখন ২০টাকার কয়েনও বাজারে আখছাড় দেখা যাচ্ছে। কিন্তু, টাকার চেয়ে যখন কয়েন তৈরিতে বেশি খরচ, তখন তা তৈরি করা হয় কেন?
advertisement
4/9
প্রথমত, আসুন সবচেয়ে ছোট কয়েন অর্থাৎ ১ টাকার কথা বলি। তথ্যের অধিকারে (আরটিআই) জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে, রিজার্ভ ব্যাঙ্ক নিজেই জানিয়েছে যে ১ টাকার কয়েন তৈরিতে এর মূল্যের চেয়ে বেশি চাকা খরচ হয়। ১ টাকার কয়েন তৈরি করতে খরচ হয় প্রায় ১ টাকা ১ পয়সা।
প্রথমত, আসুন সবচেয়ে ছোট কয়েন অর্থাৎ ১ টাকার কথা বলি। তথ্যের অধিকারে (আরটিআই) জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে, রিজার্ভ ব্যাঙ্ক নিজেই জানিয়েছে যে ১ টাকার কয়েন তৈরিতে এর মূল্যের চেয়ে বেশি চাকা খরচ হয়। ১ টাকার কয়েন তৈরি করতে খরচ হয় প্রায় ১ টাকা ১ পয়সা।
advertisement
5/9
২ টাকার কয়েন তৈরিতে অবশ্য খরচ হয় ১ টাকা ২৮ পয়সা৷ একইভাবে, একটি ৫ টাকার কয়েন তৈরিতে খরচ হয় ৩ টাকা ৭০ পয়সা। 10 টাকার কয়েন তৈরি করতে খরচ হয় ৫ টাকা ৫৪ পয়সা। কিন্তু, টাকার নোট তৈরিতে কত খরচ?
২ টাকার কয়েন তৈরিতে অবশ্য খরচ হয় ১ টাকা ২৮ পয়সা৷ একইভাবে, একটি ৫ টাকার কয়েন তৈরিতে খরচ হয় ৩ টাকা ৭০ পয়সা। 10 টাকার কয়েন তৈরি করতে খরচ হয় ৫ টাকা ৫৪ পয়সা। কিন্তু, টাকার নোট তৈরিতে কত খরচ?
advertisement
6/9
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, ২০২১-২২ আর্থিক বছরে, RBI কে 10 টাকার এক হাজার নোট ছাপতে ৯৬০ টাকা খরচ করতে হয়েছিল। সে অনুযায়ী, একটি নোট ছাপাতে খরচ হয়েছে ৯৬ পয়সা। কিন্তু, ১০ টাকার একটি কয়েন ঢালাই করতেই খরচ পড়ে যায় ৫টাকা ৫৪ পয়সা। অর্থাৎ, নোটের চেয়ে মুদ্রার ব্যয় প্রায় ৬ গুণ বেশি।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, ২০২১-২২ আর্থিক বছরে, RBI কে 10 টাকার এক হাজার নোট ছাপতে ৯৬০ টাকা খরচ করতে হয়েছিল। সে অনুযায়ী, একটি নোট ছাপাতে খরচ হয়েছে ৯৬ পয়সা। কিন্তু, ১০ টাকার একটি কয়েন ঢালাই করতেই খরচ পড়ে যায় ৫টাকা ৫৪ পয়সা। অর্থাৎ, নোটের চেয়ে মুদ্রার ব্যয় প্রায় ৬ গুণ বেশি।
advertisement
7/9
সবচেয়ে বড় কথা, নোট ছাপানোর ক্ষেত্রে অনেক ধরনের নিরাপত্তাজনিত বৈশিষ্ট্য মেনে চলতে হয়। কাগজের নোট নিরাপদ করতে, ১৫ থেকে ১৭ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য মাথায় রাখতে হয়। শুধু তাই নয়, কাগজের নোটের আয়ুও খুব কম। এর তুলনায়, কয়েন বছরের পর বছর চলতে থাকে এবং এমন একটি সময় আসে যখন নোট ছাপানো মুদ্রার চেয়ে ব্যয়বহুল বলে মনে হয়।
সবচেয়ে বড় কথা, নোট ছাপানোর ক্ষেত্রে অনেক ধরনের নিরাপত্তাজনিত বৈশিষ্ট্য মেনে চলতে হয়। কাগজের নোট নিরাপদ করতে, ১৫ থেকে ১৭ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য মাথায় রাখতে হয়। শুধু তাই নয়, কাগজের নোটের আয়ুও খুব কম। এর তুলনায়, কয়েন বছরের পর বছর চলতে থাকে এবং এমন একটি সময় আসে যখন নোট ছাপানো মুদ্রার চেয়ে ব্যয়বহুল বলে মনে হয়।
advertisement
8/9
রিজার্ভ ব্যাঙ্কের জারি করা রিপোর্টে জানা গিয়েছে, আসলে নোট যত বড় হয়, ছাপার খরচ তত কমতে থাকে। RBI-এর মতে, ২০ টাকার নোট ছাপতে ৯৫ পয়সা খরচ হয়, যেখানে ৫০ টাকার নোট ১.১৩ টাকায় ছাপা যায়।
রিজার্ভ ব্যাঙ্কের জারি করা রিপোর্টে জানা গিয়েছে, আসলে নোট যত বড় হয়, ছাপার খরচ তত কমতে থাকে। RBI-এর মতে, ২০ টাকার নোট ছাপতে ৯৫ পয়সা খরচ হয়, যেখানে ৫০ টাকার নোট ১.১৩ টাকায় ছাপা যায়।
advertisement
9/9
১০০ টাকার নোট ছাপাতে খরচ হয় মাত্র ১ টাকা ৭৭ পয়সা৷ যখন ২০০ টাকার নোট ২টাকা ৩৭ পয়সা এবং ৫০০ টাকার নোট ২টাকা ২৯ পয়সায় মুদ্রিত হয়।
১০০ টাকার নোট ছাপাতে খরচ হয় মাত্র ১ টাকা ৭৭ পয়সা৷ যখন ২০০ টাকার নোট ২টাকা ৩৭ পয়সা এবং ৫০০ টাকার নোট ২টাকা ২৯ পয়সায় মুদ্রিত হয়।
advertisement
advertisement
advertisement