বাড়িতে নগদ কত টাকা রাখতে পারবেন? IT দফতরের এই সতর্কতা না মানলে বিপদ! বিচারপতির বাড়িতে নোটের বান্ডিল পাওয়ার পর যা হল...!
- Published by:Tias Banerjee
Last Updated:
How much money can you keep at home: একজন ব্যক্তি আইনি ভাবে কত টাকা বাড়িতে রাখতে পারেন? দেশের আয়কর (Income Tax) আইন এ বিষয়ে কী বলে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কত টাকা জমা করা যাবে? - কোনও ব্যক্তি ২০,০০০ টাকার বেশি নগদে ঋণ বা আমানত নিতে পারবেন না। - ৫০,০০০ টাকার বেশি নগদ জমা বা উত্তোলন করলে PAN নম্বর দিতে হবে। - এক বছরে ২০ লাখ টাকা নগদ জমা করলে PAN ও Aadhaar দুটোই বাধ্যতামূলক। - ৩০ লাখ টাকার বেশি নগদে সম্পত্তি কেনাবেচা করলে প্রশাসনের নজরে পড়তে পারেন। - একবারে ১ লাখ টাকার বেশি ডেবিট বা ক্রেডিট কার্ডে ব্যয় করলে, কর কর্তৃপক্ষ সেই ব্যক্তি সম্পর্কে অনুসন্ধান করতে পারে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, "আয়কর আইনে ৬৮ থেকে ৬৯B ধারা অনুযায়ী অঘোষিত আয়ের বিধান রয়েছে। যদি কারও কাছে বড় অঙ্কের নগদ পাওয়া যায়, তবে আয়কর দফতর তদন্ত শুরু করতে পারে এবং সেই ব্যক্তিকে অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।" তিনি সতর্ক করে বলেন, "যদি সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া না যায়, তবে অঘোষিত আয় হিসেবে ৭৮ শতাংশ হারে কর এবং অতিরিক্ত জরিমানা দিতে হতে পারে।"
advertisement
advertisement
advertisement