ট্রেন টিকিট বুকিংয়ের মাধ্যমে জানেন IRCTC কত কোটি টাকা আয় করেছেন?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ইন্টারনেট টিকিট বুকিংয়ের মাধ্যমে IRCTC-র আয় তিন গুণ বেড়ে ২২৭ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ এ
দেশের মধ্যে ট্রেনে যাত্রা করার জন্য টিকিট বুকিংয়ের সবচেয়ে সহজ উপায় IRCTC ওয়েবসাইট ও অ্যাপ ৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এর জন্য সামান্য কিছু চার্জ নিয়ে থাকে ৷ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ইন্টারনেট টিকিট বুকিংয়ের মাধ্যমে IRCTC-র আয় তিন গুণ বেড়ে ২২৭ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ এই সময় IRCTC জল অথার্ৎ রেল নীর বিক্রি করে মোট ৫৮.৬ কোটি টাকা আয় করেছে ৷ অথার্ৎ আয় বেড়েছে ৪২ শতাংশ ৷
advertisement
IRCTC বৃহস্পতিবার তাদের ত্রৈমাসিক লেনদেনের বিষয়ে ঘোষণা করেছে ৷ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে সংস্থার আয় ৪৩৫ কোটি থেকে বেড়ে ৭১৬ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ সংস্থার লাভ ৭৩.৬ কোটি থেকে বেড়ে ২০৬ কোটি টাকা হয়েছে অথার্ৎ ১৮০ শতাংশ বেড়েছে ৷ সংস্থা তাদের ইনভেস্টরদের খুশি করার জন্য ১০ টাকা প্রতি শেয়ারের ডিভিডেন্ড দেওয়ারও ঘোষণা করেছে ৷
advertisement
advertisement