8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন বাড়তে পারে ১৮৬ শতাংশ! পেনশনভোগীরা মাসে কত টাকা হাতে পাবেন জানুন
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬। বিভিন্ন কর্মচারী সংগঠন তা আরও বাড়ানোর দাবি জানিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ন্যূনতম: বর্তমানে ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা। ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে তা বেড়ে ২৫,৭৪০ টাকা হয়ে যাবে। অর্থাৎ প্রায় ১৮৬ শতাংশ বাড়বে।সর্বোচ্চ পেনশন: সর্বোচ্চ পেনশন বর্তমানে ১,২৫,০০০ টাকা। অষ্টম বেতন কমিশনে তা প্রতি মাসে ৩,৫৭,৫০০ টাকা পর্যন্ত চলে যেতে পারে। এর সঙ্গে ডিআর যোগ হলে পেনশনের পরিমাণ আরও বাড়বে।
advertisement
অতিরিক্ত ভাতা এবং সংশোধনী: অষ্টম বেতন কমিশনের আওতায় পেনশন সুবিধার জন্য কিছু সুপারিশ করা হতে পারে। সেগুলি হল ডিয়ারনেস রিলিফ এবং গ্র্যাচুইটির সীমা বৃদ্ধি।ডিয়ারনেস রিলিফ: ভবিষ্যতের বৃদ্ধি সংশোধিত পেনশনের ভিত্তিতে হিসেব করা হবে।গ্র্যাচুইটির সীমা: বেতন এবং পেনশনের পরিমাণ যেহেতু বাড়ছে, তাই গ্র্যাচুইটির সীমাও বাড়ানো হতে পারে।
advertisement







