How Much Gold an You Keep At Home: বাড়িতে রাখা যাবে কেবল এতটুকু সোনা, জানুন কী বলছে নিয়ম

Last Updated:
How Much Gold an You Keep At Home: টাকা থাকলে যত খুশি সোনা কেনা যায় বটে, কিন্তু বাড়িতে রাখা যায় না। এর নির্দিষ্ট সীমা রয়েছে। নাহলে আয়কর বিভাগের নজর পড়তে পারে।
1/7
সোনা। নামেই যেন জাদু আছে। ভারতে এর আলাদাই কদর। বিশেষ করে মহিলাদের মধ্যে। বিয়ে বা শুভ অনুষ্ঠানে সোনার গয়না কেনা এক রকমের রেওয়াজ। অনেকে বিনিয়োগও করেন। সবচেয়ে বড় কথা, এ দেশে সোনা কেনা শুভ বলে মনে করা হয়।
সোনা। নামেই যেন জাদু আছে। ভারতে এর আলাদাই কদর। বিশেষ করে মহিলাদের মধ্যে। বিয়ে বা শুভ অনুষ্ঠানে সোনার গয়না কেনা এক রকমের রেওয়াজ। অনেকে বিনিয়োগও করেন। সবচেয়ে বড় কথা, এ দেশে সোনা কেনা শুভ বলে মনে করা হয়।
advertisement
2/7
টাকা থাকলে যত খুশি সোনা কেনা যায় বটে, কিন্তু বাড়িতে রাখা যায় না। এর নির্দিষ্ট সীমা রয়েছে। নাহলে আয়কর বিভাগের নজর পড়তে পারে। তখন পুরো হিসেব দিতে হবে। তাই সোনা কেনার আগে সংশ্লিষ্ট সরকারি নিয়মকানুন অবশ্যই জেনে রাখা উচিত।
টাকা থাকলে যত খুশি সোনা কেনা যায় বটে, কিন্তু বাড়িতে রাখা যায় না। এর নির্দিষ্ট সীমা রয়েছে। নাহলে আয়কর বিভাগের নজর পড়তে পারে। তখন পুরো হিসেব দিতে হবে। তাই সোনা কেনার আগে সংশ্লিষ্ট সরকারি নিয়মকানুন অবশ্যই জেনে রাখা উচিত।
advertisement
3/7
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর নিয়ম অনুযায়ী, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সোনার ওপর কর প্রযোজ্য হয় না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যদি কোনও ব্যক্তি উত্তরাধিকার সূত্রে সোনা পান, নির্দিষ্ট সীমার মধ্যে সোনা কিনে বাড়িতে রাখেন, বা কৃষি থেকে আয় করেন, তাহলে সাধারণত তাঁকে কর দিতে হয় না। তবে নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা রাখলে জবাবদিহি চাইতে পারে সরকার। দিতে হতে পারে জরিমানাও।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর নিয়ম অনুযায়ী, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সোনার ওপর কর প্রযোজ্য হয় না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যদি কোনও ব্যক্তি উত্তরাধিকার সূত্রে সোনা পান, নির্দিষ্ট সীমার মধ্যে সোনা কিনে বাড়িতে রাখেন, বা কৃষি থেকে আয় করেন, তাহলে সাধারণত তাঁকে কর দিতে হয় না। তবে নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা রাখলে জবাবদিহি চাইতে পারে সরকার। দিতে হতে পারে জরিমানাও।
advertisement
4/7
বাড়িতে নির্ধারিত সীমার মধ্যে সোনা রাখলে কোনও অসুবিধা নেই। কোনও কর দিতে হবে না। জবাবদিহি করতে হবে না আয়কর দফতরকেও। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সোনা সংরক্ষণের নির্দিষ্ট সীমা নির্ধারিত রয়েছে।
বাড়িতে নির্ধারিত সীমার মধ্যে সোনা রাখলে কোনও অসুবিধা নেই। কোনও কর দিতে হবে না। জবাবদিহি করতে হবে না আয়কর দফতরকেও। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সোনা সংরক্ষণের নির্দিষ্ট সীমা নির্ধারিত রয়েছে।
advertisement
5/7
অবিবাহিত নারী: সর্বাধিক ২৫০ গ্রাম সোনা রাখতে পারেন।অবিবাহিত পুরুষ: সর্বাধিক ১০০ গ্রাম সোনা সংরক্ষণ করতে পারবেন।

বিবাহিত নারী: সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা রাখা অনুমোদিত।

বিবাহিত পুরুষ: সর্বাধিক ১০০ গ্রাম সোনা ঘরে রাখতে পারবেন।
অবিবাহিত নারী: সর্বাধিক ২৫০ গ্রাম সোনা রাখতে পারেন।অবিবাহিত পুরুষ: সর্বাধিক ১০০ গ্রাম সোনা সংরক্ষণ করতে পারবেন।বিবাহিত নারী: সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা রাখা অনুমোদিত।বিবাহিত পুরুষ: সর্বাধিক ১০০ গ্রাম সোনা ঘরে রাখতে পারবেন।
advertisement
6/7
সোনা বিক্রি করলে লেনদেনের উপর সরকারকে কর দিতে হয়। সিবিডিটি-এর নিয়ম অনুযায়ী, সোনা কেনার তিন বছরের মধ্যে বিক্রি করলে শর্ট-টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য হবে। তিন বছর পর বিক্রি করলে দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স।
সোনা বিক্রি করলে লেনদেনের উপর সরকারকে কর দিতে হয়। সিবিডিটি-এর নিয়ম অনুযায়ী, সোনা কেনার তিন বছরের মধ্যে বিক্রি করলে শর্ট-টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য হবে। তিন বছর পর বিক্রি করলে দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স।
advertisement
7/7
পরিসংখ্যান অনুযায়ী, ১৪ মার্চ অর্থাৎ হোলির দিন সোনার দাম বেড়েছে। ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬০০ টাকা। এই দিন ১ ক্যারেটের ২৪ গ্রাম সোনার দাম ছিল ৮,৮৭৬.৩ টাকা। আর ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৮,১৩৮.৩ টাকা। প্রসঙ্গত, ২২ ক্যারেটের সোনার দামও ৫৫০ টাকা বেড়েছে। বাজারে অনিশ্চয়তা থাকায় আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।
পরিসংখ্যান অনুযায়ী, ১৪ মার্চ অর্থাৎ হোলির দিন সোনার দাম বেড়েছে। ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬০০ টাকা। এই দিন ১ ক্যারেটের ২৪ গ্রাম সোনার দাম ছিল ৮,৮৭৬.৩ টাকা। আর ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৮,১৩৮.৩ টাকা। প্রসঙ্গত, ২২ ক্যারেটের সোনার দামও ৫৫০ টাকা বেড়েছে। বাজারে অনিশ্চয়তা থাকায় আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
advertisement