How Much Gold an You Keep At Home: বাড়িতে রাখা যাবে কেবল এতটুকু সোনা, জানুন কী বলছে নিয়ম
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
How Much Gold an You Keep At Home: টাকা থাকলে যত খুশি সোনা কেনা যায় বটে, কিন্তু বাড়িতে রাখা যায় না। এর নির্দিষ্ট সীমা রয়েছে। নাহলে আয়কর বিভাগের নজর পড়তে পারে।
advertisement
advertisement
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর নিয়ম অনুযায়ী, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সোনার ওপর কর প্রযোজ্য হয় না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যদি কোনও ব্যক্তি উত্তরাধিকার সূত্রে সোনা পান, নির্দিষ্ট সীমার মধ্যে সোনা কিনে বাড়িতে রাখেন, বা কৃষি থেকে আয় করেন, তাহলে সাধারণত তাঁকে কর দিতে হয় না। তবে নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা রাখলে জবাবদিহি চাইতে পারে সরকার। দিতে হতে পারে জরিমানাও।
advertisement
advertisement
advertisement
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, ১৪ মার্চ অর্থাৎ হোলির দিন সোনার দাম বেড়েছে। ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬০০ টাকা। এই দিন ১ ক্যারেটের ২৪ গ্রাম সোনার দাম ছিল ৮,৮৭৬.৩ টাকা। আর ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৮,১৩৮.৩ টাকা। প্রসঙ্গত, ২২ ক্যারেটের সোনার দামও ৫৫০ টাকা বেড়েছে। বাজারে অনিশ্চয়তা থাকায় আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।









