Gold Reserves: কোন দেশের কাছে কত সোনা রয়েছে ? ভারত কোন স্থানে রয়েছে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত ভারতের কাছে মজুদ ছিল ৮০০.৭৮ টন সোনা।
সোনা কি শুধুই স্ত্রীধন! বিবাহ সূত্রে সোনার গয়না নিয়ে শ্বশুরবাড়ি আসেন মহিলারা, প্রাচীনকালে তাকে তাঁর পুঁজি মনে করা হত। কিন্তু এর বাইরেও সোনার মূল্য অপরিসীম। কোন দেশে কত সোনা মজুত রয়েছে তার উপর নির্ভর করে সেদেশের অর্থনীতির ভাগ্য। সেই হিসেবে সোনা সঞ্চয়ের দিক থেকে ভারত পিছনে ফেলে দিতে পারে সৌদি আরব, ব্রিটেন এবং স্পেনের মতো দেশকেও।
advertisement
advertisement
এই পরিমাণ সৌদি আরব, ইংল্যান্ড ও স্পেনের চেয়ে বেশ খানিকটা বেশি। Forbes-এর তালিকায় সৌদি আরবে মজুদ সোনার মোট পরিমাণ ৩২৩.০৭ টন। শীর্ষ ২০-র তালিকায় এই দেশ রয়েছে ১৬তম স্থানে রয়েছে। এরপর ১৭ তম স্থানে রয়েছে ব্রিটেন, তাদের সংগ্রহে রয়েছে ৩১০.২৯ টন সোনা। তারপর ১৮ তম স্থানে রয়েছে স্পেন, তাদের রয়েছে ২৮১.৫৮ টন সোনা।
advertisement
advertisement
advertisement
advertisement