Gold Reserves: কোন দেশের কাছে কত সোনা রয়েছে ? ভারত কোন স্থানে রয়েছে ?

Last Updated:
২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত ভারতের কাছে মজুদ ছিল ৮০০.৭৮ টন সোনা।
1/7
সোনা কি শুধুই স্ত্রীধন! বিবাহ সূত্রে সোনার গয়না নিয়ে শ্বশুরবাড়ি আসেন মহিলারা, প্রাচীনকালে তাকে তাঁর পুঁজি মনে করা হত। কিন্তু এর বাইরেও সোনার মূল্য অপরিসীম। কোন দেশে কত সোনা মজুত রয়েছে তার উপর নির্ভর করে সেদেশের অর্থনীতির ভাগ্য। সেই হিসেবে সোনা সঞ্চয়ের দিক থেকে ভারত পিছনে ফেলে দিতে পারে সৌদি আরব, ব্রিটেন এবং স্পেনের মতো দেশকেও।
সোনা কি শুধুই স্ত্রীধন! বিবাহ সূত্রে সোনার গয়না নিয়ে শ্বশুরবাড়ি আসেন মহিলারা, প্রাচীনকালে তাকে তাঁর পুঁজি মনে করা হত। কিন্তু এর বাইরেও সোনার মূল্য অপরিসীম। কোন দেশে কত সোনা মজুত রয়েছে তার উপর নির্ভর করে সেদেশের অর্থনীতির ভাগ্য। সেই হিসেবে সোনা সঞ্চয়ের দিক থেকে ভারত পিছনে ফেলে দিতে পারে সৌদি আরব, ব্রিটেন এবং স্পেনের মতো দেশকেও।
advertisement
2/7
Forbes সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে সোনা মজুদের দিক থেকে শীর্ষ কুড়িটি দেশের তালিকায় ভারত রয়েছে নবম স্থানে। ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত ভারতের কাছে মজুদ ছিল ৮০০.৭৮ টন সোনা।
Forbes সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে সোনা মজুদের দিক থেকে শীর্ষ কুড়িটি দেশের তালিকায় ভারত রয়েছে নবম স্থানে। ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত ভারতের কাছে মজুদ ছিল ৮০০.৭৮ টন সোনা।
advertisement
3/7
এই পরিমাণ সৌদি আরব, ইংল্যান্ড ও স্পেনের চেয়ে বেশ খানিকটা বেশি। Forbes-এর তালিকায় সৌদি আরবে মজুদ সোনার মোট পরিমাণ ৩২৩.০৭ টন। শীর্ষ ২০-র তালিকায় এই দেশ রয়েছে ১৬তম স্থানে রয়েছে। এরপর ১৭ তম স্থানে রয়েছে ব্রিটেন, তাদের সংগ্রহে রয়েছে ৩১০.২৯ টন সোনা। তারপর ১৮ তম স্থানে রয়েছে স্পেন, তাদের রয়েছে ২৮১.৫৮ টন সোনা।
এই পরিমাণ সৌদি আরব, ইংল্যান্ড ও স্পেনের চেয়ে বেশ খানিকটা বেশি। Forbes-এর তালিকায় সৌদি আরবে মজুদ সোনার মোট পরিমাণ ৩২৩.০৭ টন। শীর্ষ ২০-র তালিকায় এই দেশ রয়েছে ১৬তম স্থানে রয়েছে। এরপর ১৭ তম স্থানে রয়েছে ব্রিটেন, তাদের সংগ্রহে রয়েছে ৩১০.২৯ টন সোনা। তারপর ১৮ তম স্থানে রয়েছে স্পেন, তাদের রয়েছে ২৮১.৫৮ টন সোনা।
advertisement
4/7
এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে আমেরিকা। তার আশপাশে দাঁড়ানোর মতো দেশ প্রায় নেই। আমেরিকা-য় সংরক্ষিত রয়েছে ৮,১৩৩.৪৬ টন সোনা। অর্থাৎ, ভারতের সঞ্চয়ের প্রায় ১০ গুণ বেশি।
এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে আমেরিকা। তার আশপাশে দাঁড়ানোর মতো দেশ প্রায় নেই। আমেরিকা-য় সংরক্ষিত রয়েছে ৮,১৩৩.৪৬ টন সোনা। অর্থাৎ, ভারতের সঞ্চয়ের প্রায় ১০ গুণ বেশি।
advertisement
5/7
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তাদের কাছে রয়েছে ৩,৩৫২.৬৫ টন সোনা। আমেরিকার মজুদ সোনার ৪,৭৮০.৮১ টন কম।Forbes তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে সর্বোচ্চ সোনা মজুদের পরিমাণ ২,৪৫১.৮৪ টন। চতুর্থ ফ্রান্স; সংগ্রহ ২,৪৩৬.৮৮ টন।
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তাদের কাছে রয়েছে ৩,৩৫২.৬৫ টন সোনা। আমেরিকার মজুদ সোনার ৪,৭৮০.৮১ টন কম।Forbes তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে সর্বোচ্চ সোনা মজুদের পরিমাণ ২,৪৫১.৮৪ টন। চতুর্থ ফ্রান্স; সংগ্রহ ২,৪৩৬.৮৮ টন।
advertisement
6/7
২,৩৩২.৭৪ টন সোনার মজুদ করে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। ভারতের প্রতিবেশী চিন রয়েছে ষষ্ঠ স্থানে, তাদের সংগ্রহে রয়েছে ২,১৯১.৫৩ টন সোনা।
২,৩৩২.৭৪ টন সোনার মজুদ করে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। ভারতের প্রতিবেশী চিন রয়েছে ষষ্ঠ স্থানে, তাদের সংগ্রহে রয়েছে ২,১৯১.৫৩ টন সোনা।
advertisement
7/7
সপ্তম স্থানে ‘পৃথিবীর স্বর্গ’ সুইজারল্যান্ড। তাদের সঞ্চয়ে রয়েছে ১,০৪০.০০ টন সোনা। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে জাপান। তাদের ভাণ্ডারে রয়েছে ৮৪৫.৯৭ টন সোনা রয়েছে। ভারত ৮০০.৭৮ টন সোনা নিয়ে নবম স্থানে এবং নেদারল্যান্ডস ৬১২.৪৫ টন সোনা নিয়ে দশম স্থানে রয়েছে।
সপ্তম স্থানে ‘পৃথিবীর স্বর্গ’ সুইজারল্যান্ড। তাদের সঞ্চয়ে রয়েছে ১,০৪০.০০ টন সোনা। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে জাপান। তাদের ভাণ্ডারে রয়েছে ৮৪৫.৯৭ টন সোনা রয়েছে। ভারত ৮০০.৭৮ টন সোনা নিয়ে নবম স্থানে এবং নেদারল্যান্ডস ৬১২.৪৫ টন সোনা নিয়ে দশম স্থানে রয়েছে।
advertisement
advertisement
advertisement