National Savings Certificate: পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, জেনে নিন কীভাবে বিনিয়োগ শুরু করবেন

Last Updated:
১০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন বিনিয়োগ-
1/7
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) অত্যন্ত জনপ্রিয় একটি সেভিংস স্কিম ৷ বিনিয়োগের ক্ষেত্রে সুরক্ষিত ও গ্যারেন্টিড রিটার্নের অপশন চাইলে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট আপনার জন্য বেস্ট ৷ ট্যাক্স বেনিফিট ও আকর্ষণীয় রিটার্নের জেরে বিনিয়োগকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই স্কিম ৷
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) অত্যন্ত জনপ্রিয় একটি সেভিংস স্কিম ৷ বিনিয়োগের ক্ষেত্রে সুরক্ষিত ও গ্যারেন্টিড রিটার্নের অপশন চাইলে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট আপনার জন্য বেস্ট ৷ ট্যাক্স বেনিফিট ও আকর্ষণীয় রিটার্নের জেরে বিনিয়োগকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই স্কিম ৷
advertisement
2/7
এনএসসি একটি স্মল সেভিংস স্কিম যার সুদের হার প্রত্যেক ত্রৈমাসিকে বদল করা হয় ৷ বর্তমানে (জানুয়ারি-মার্চ ২০২৪) সরকার এনএসসি-তে ৭.৭ শতাংশ সুদ দিচ্ছে ৷ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্কিমে কম্পাউন্ড ইন্টারেস্টের (Compund Interest) সুবিধা পাওয়া যায় ৷ NSC ডিপোজিটে ইনকাম ট্যাক্সের সেকশন 80C ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায় ৷
এনএসসি একটি স্মল সেভিংস স্কিম যার সুদের হার প্রত্যেক ত্রৈমাসিকে বদল করা হয় ৷ বর্তমানে (জানুয়ারি-মার্চ ২০২৪) সরকার এনএসসি-তে ৭.৭ শতাংশ সুদ দিচ্ছে ৷ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্কিমে কম্পাউন্ড ইন্টারেস্টের (Compund Interest) সুবিধা পাওয়া যায় ৷ NSC ডিপোজিটে ইনকাম ট্যাক্সের সেকশন 80C ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায় ৷
advertisement
3/7
১০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন বিনিয়োগ-পোস্ট অফিসের এই স্মল সেভিংস স্কিম সুবিধা হচ্ছে আপনি ন্যূনতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন ৷ এখানে বিনিয়োগের সর্বোচ্চ কোনও লিমিট নেই ৷ এই স্কিমে আপনাকে ন্যূনতম ৫ বছরের জন্য টাকা রাখতে হবে ৷ এখানে আপনি অনলাইন ও অফলাইন দুই ভাবেই বিনিয়োগ করতে পারবেন ৷
১০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন বিনিয়োগ-পোস্ট অফিসের এই স্মল সেভিংস স্কিম সুবিধা হচ্ছে আপনি ন্যূনতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন ৷ এখানে বিনিয়োগের সর্বোচ্চ কোনও লিমিট নেই ৷ এই স্কিমে আপনাকে ন্যূনতম ৫ বছরের জন্য টাকা রাখতে হবে ৷ এখানে আপনি অনলাইন ও অফলাইন দুই ভাবেই বিনিয়োগ করতে পারবেন ৷
advertisement
4/7
অনলাইন ও অফলাইনে কী করে বিনিয়োগ করবেন ?
অনলাইন ও অফলাইনে কী করে বিনিয়োগ করবেন ?
advertisement
5/7
সবার প্রথমে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে এখানে NSC আবেদন ফর্ম ফিলআপ করতে হবে 

এরপর KYC ফর্ম  ফিলআপ করতে হবে 

পুরো পেমেন্ট করলে পোস্ট অফিস আপনাকে ফিজিক্যাল NSC সার্টিফিকেট জারি করে দেবে ৷
সবার প্রথমে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে এখানে NSC আবেদন ফর্ম ফিলআপ করতে হবে এরপর KYC ফর্ম ফিলআপ করতে হবে পুরো পেমেন্ট করলে পোস্ট অফিস আপনাকে ফিজিক্যাল NSC সার্টিফিকেট জারি করে দেবে ৷
advertisement
6/7
আপনার কাছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি অনলাইনে এনএসসি-তে বিনিয়োগ করতে পারবেন ৷প্রথমে DOP নেট ব্যাঙ্কিংয়ে যেতে হবে 

এরপর General Services-এ গিয়ে  Service Requests-এ ক্লিক করতে হবে
আপনার কাছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি অনলাইনে এনএসসি-তে বিনিয়োগ করতে পারবেন ৷প্রথমে DOP নেট ব্যাঙ্কিংয়ে যেতে হবে এরপর General Services-এ গিয়ে Service Requests-এ ক্লিক করতে হবে
advertisement
7/7
এবার New Requests এ ক্লিক করে NSC Account – Open an NSC Account (For NSC)-এ ক্লিক করতে হবেটাকার অঙ্ক দিয়ে ট্রানজাকশন পাসওয়ার্ড দিতে হবে 

কনফার্মেশন রসিদ পেয়ে যাবেন এবং আপনার বিনিয়োগ পুরো হয়ে যাবে
এবার New Requests এ ক্লিক করে NSC Account – Open an NSC Account (For NSC)-এ ক্লিক করতে হবেটাকার অঙ্ক দিয়ে ট্রানজাকশন পাসওয়ার্ড দিতে হবে কনফার্মেশন রসিদ পেয়ে যাবেন এবং আপনার বিনিয়োগ পুরো হয়ে যাবে
advertisement
advertisement
advertisement